ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে চিকিৎসকসহ ২৩ জন কোভিডে আক্রান্ত

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০
  • ৬৩৩ পঠিত

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে মোট আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬২।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গত ২৪ ঘণ্টায় পাঁচজন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২৮৫ জন। জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন ২৬৭ জন। গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন মোট নয়জন।

সিভিল সার্জন আরও জানান, নতুন করে কোভিড-১৯-এ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গোপালগঞ্জ সদরের ১০ জন, মুকসুদপুরে ছয়জন, টুঙ্গিপাড়ায় পাঁচজন, কাশিয়ানী উপজেলায় দুজন রয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, এ পর্যন্ত ৪ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ১৪৩ জন, কাশিয়ানীতে ১২৫ জন, গোপালগঞ্জ সদরে ১৩৩ জন, টুঙ্গিপাড়ায় ৭৯ জন এবং কোটালীপাড়া উপজেলায় ৮২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মী রয়েছেন ৪৮ জন।

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

গোপালগঞ্জে চিকিৎসকসহ ২৩ জন কোভিডে আক্রান্ত

প্রকাশিত : ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে মোট আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬২।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গত ২৪ ঘণ্টায় পাঁচজন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২৮৫ জন। জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন ২৬৭ জন। গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন মোট নয়জন।

সিভিল সার্জন আরও জানান, নতুন করে কোভিড-১৯-এ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গোপালগঞ্জ সদরের ১০ জন, মুকসুদপুরে ছয়জন, টুঙ্গিপাড়ায় পাঁচজন, কাশিয়ানী উপজেলায় দুজন রয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, এ পর্যন্ত ৪ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ১৪৩ জন, কাশিয়ানীতে ১২৫ জন, গোপালগঞ্জ সদরে ১৩৩ জন, টুঙ্গিপাড়ায় ৭৯ জন এবং কোটালীপাড়া উপজেলায় ৮২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মী রয়েছেন ৪৮ জন।