নেত্রকোনার মদনে ঘুড়ির জন্য প্রাণ গেল ফয়সাল (১৫) নামে এক স্কুলছাত্রের। রোববার উপজেলার মদন-ফতেপুর সড়কে রেইনট্রি গাছ থেকে ঘুড়ি নামাতে গিয়ে গাছে থাকা ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মারা যায় ফয়সাল।
নিহত ফয়সাল উপজেলার কাপাসাটিয়া গ্রামের খোকন মিয়ার ছেলে। সে মদন আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিদ্যালয় বন্ধ থাকায় সকালের খাবার শেষে বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে ঘুরতে যায় ফয়সাল। গত কয়েক দিন ধরে পাশের বাড়ির নজরুলের ঘুড়িটি গাছে ঝুলে রয়েছে দেখে সেই ওই গাছ থেকে ঘুড়িটি নামাতে যায়। পরে গাছের মধ্যে থাকা বৈদ্যুতিক তার ফয়সালের শরীরে লেগে যায়। তাৎক্ষণিক সে মাটিতে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
মদন থানার ওসি রমিজুল হক জানান, এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।