চাঁদপুরে নতুন করে আরও ১৭ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলায় সংগ্রহ করা ১৫১টি নমুনা পরীক্ষা করে এই ১৭ জনের ফল ‘পজিটিভ’ আসে। চাঁদপুরের সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ বৃহস্পতিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন সংক্রমিত ১৭ জনের মধ্যে চাঁদপুর সদরে চারজন, শাহরাস্তিতে দুজন, হাইমচরে চারজন, মতলব উত্তরে তিনজন, কচুয়ায় একজন, ফরিদগঞ্জে দুজন এবং হাজীগঞ্জে একজন আছেন। এ নিয়ে চাঁদপুর জেলায় কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬৬৯ জনে। মোট আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ২৬৯ জন, শাহরাস্তিতে ৮৭ জন, হাজীগঞ্জে ৬৭ জন, ফরিদগঞ্জে ৬৫ জন, হাইমচরে ৪০ জন, কচুয়ায় ৩০ জন, মতলব দক্ষিণে ৭৪ জন ও মতলব উত্তরে ৩৬ জন আছেন।
করোনার সংক্রমণ নিয়ে চাঁদপুরে এ পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাজীগঞ্জ ১৪ জন, চাঁদপুর সদরে ১৩ জন, ফরিদগঞ্জে ৬ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৪ জন, শাহরাস্তিতে ৪ জন, মতলব উত্তরে ২ জন এবং মতলব দক্ষিণে ২ জন আছেন।