হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের মহিমাউড়া গ্রামের কাছে সুতাং নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আকল মিয়া উপজেলার শানখলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার জাহির মিয়ার বড় ভাই ও একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আকল মিয়া মঙ্গলবার ভোর ৬টায় সুতাং নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে পানির নিচে জাল আটকা পড়ায় তিনি নদীতে ডুব দেন, এর পর তিনি আর উঠেননি। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে নদীতে তাকে খুঁজতে থাকেন।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার নিখোঁজের কথা স্বীকার করে জানান, মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ রয়েছেন। তাকে খোঁজা হচ্ছে, ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে মরদেহের খোঁজে নদীতে নেমেছেন।