জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ অর্থ বছরের জন্য রাজস্ব ও উন্নয়নসহ মোট ৫৫৬ কোটি ৯৯ লাখ ৮৩ হাজার টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।
আজ শনিবার জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২২তম বার্ষিক সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নোমান উর রশীদ এই বাজেট পেশ করলে তা সিনেট অনুমোদন করে।
অধিবেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ বলেন, করোনার মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে প্রযুক্তির সহায়তায় শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে।
যেসব কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠান ইতিমধ্যে অনলাইনে পাঠদান করে যাচ্ছে তাদের অভিনন্দন জানিয়ে হারুন-অর-রশিদ বলেন, ‘আমরা বেশ কতগুলো কলেজকে আধুনিক তথ্য-প্রযুক্তি দ্বারা সজ্জিত করে স্টুডিও প্রতিষ্ঠা করব। কারোনাকালীন পরিস্থিতির অবসান হলেও তথ্য-প্রযুক্তির মাধ্যমে পাঠদান অব্যাহত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিচালন ব্যবস্থায় এটা হবে একটি অবিচ্ছেদ্য অংশ।
জুম অ্যাপের মাধ্যমে অধিবেশনে আরও যুক্ত হয়ে বক্তব্য দেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সাংসদ অ্যারোমা দত্ত, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিন, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন প্রমুখ।