ঢাকা , রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

জয়পুরহাটে ১০ দিন ধরে নমুনার ফল আসেনি

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
  • ৭৬৮ পঠিত

জয়পুরহাট জেলায় ১০ দিন ধরে করোনাভাইরাস শনাক্তকরণে কোনো নমুনা পরীক্ষার ফলাফল আসেনি। এ কারণে আক্রান্ত ব্যক্তির কাছ থেকে সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়ছে।


জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের ল্যাবে জয়পুরহাট জেলার নমুনা পাঠানো হচ্ছিল। ২ জুন থেকে সেখান থেকে কোনো নমুনা পরীক্ষার ফলাফল পাঠানো হয়নি। এ কারণে করোনা শনাক্তের তথ্য জানা যাচ্ছে না। গতকাল শুক্রবার রাত নয়টা পর্যন্ত নমুনা পরীক্ষার ফল সিভিল সার্জন কার্যালয়ে আসেনি।


সিভিল সার্জন কার্যালয়ের নামপ্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, অনেকে নমুনা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের মধ্যে যদি কারও করোনা পজিটিভ ফল আসে, তাহলে তাঁর মাধ্যমে অন্যদের কাছে ভাইরাসটি ছড়াতে পারে। এ জেলায় মোট শনাক্তের সংখ্যা ২১২। এর মধ্যে ১০৭ জন সুস্থ হয়েছেন।


জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গতকাল রাতে বলেন, ২ জুন থেকে ১ হাজার ২৪ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকার ল্যাবে পাঠানো হয়। এখনো সিভিল সার্জন কার্যালয়ে কোনো ফলাফল পাঠানো হয়নি। যোগাযোগ করা হলে কিছু নমুনার ফল পাঠানোর কথা জানানো হয়েছিল। কিন্তু সেটা আসেনি। তিনি বলেন, ‘নমুনা পরীক্ষার ধীরগতির কারণে সংক্রমিত ব্যক্তির কাছ থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। কী কারণে নমুনা পরীক্ষার ফল আসতে বিলম্ব হচ্ছে, সেটি বলতে পারছি না।’

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

জয়পুরহাটে ১০ দিন ধরে নমুনার ফল আসেনি

প্রকাশিত : ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০

জয়পুরহাট জেলায় ১০ দিন ধরে করোনাভাইরাস শনাক্তকরণে কোনো নমুনা পরীক্ষার ফলাফল আসেনি। এ কারণে আক্রান্ত ব্যক্তির কাছ থেকে সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়ছে।


জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের ল্যাবে জয়পুরহাট জেলার নমুনা পাঠানো হচ্ছিল। ২ জুন থেকে সেখান থেকে কোনো নমুনা পরীক্ষার ফলাফল পাঠানো হয়নি। এ কারণে করোনা শনাক্তের তথ্য জানা যাচ্ছে না। গতকাল শুক্রবার রাত নয়টা পর্যন্ত নমুনা পরীক্ষার ফল সিভিল সার্জন কার্যালয়ে আসেনি।


সিভিল সার্জন কার্যালয়ের নামপ্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, অনেকে নমুনা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের মধ্যে যদি কারও করোনা পজিটিভ ফল আসে, তাহলে তাঁর মাধ্যমে অন্যদের কাছে ভাইরাসটি ছড়াতে পারে। এ জেলায় মোট শনাক্তের সংখ্যা ২১২। এর মধ্যে ১০৭ জন সুস্থ হয়েছেন।


জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গতকাল রাতে বলেন, ২ জুন থেকে ১ হাজার ২৪ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকার ল্যাবে পাঠানো হয়। এখনো সিভিল সার্জন কার্যালয়ে কোনো ফলাফল পাঠানো হয়নি। যোগাযোগ করা হলে কিছু নমুনার ফল পাঠানোর কথা জানানো হয়েছিল। কিন্তু সেটা আসেনি। তিনি বলেন, ‘নমুনা পরীক্ষার ধীরগতির কারণে সংক্রমিত ব্যক্তির কাছ থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। কী কারণে নমুনা পরীক্ষার ফল আসতে বিলম্ব হচ্ছে, সেটি বলতে পারছি না।’