নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তিনি বলেন, নমুনা সংগ্রহের আগে ২-৩ দিন জ্বর ও সর্দিতে ভুগছিলেন এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম। এ জন্য ১৫ জুলাই তার গ্রামের বাড়ি মহাদেবপুর উপজেলার চেরাগপুর থেকে নমুনা সংগ্রহ করা হয়।
১৭ জুলাই সন্ধ্যায় রিপোর্ট আসে করোনা পজিটিভ। তবে করোনা পজিটিভ হলেও তিনি সুস্থ আছেন।
বর্তমানে কোনো ধরনের উপসর্গ নেই বললেই চলে। নমুনা দেয়ার পর দিন তিনি ঢাকায় গেছেন। বর্তমানে তিনি সেখানেই আছেন বলে জানা গেছে।
এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) সুদেব কুমার বলেন, গত দুদিন থেকে তিনি এমপির সঙ্গেই নেই।
উল্লেখ্য, এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৭৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৮১ জন। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন।