ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

নিয়ম মেনে মেডিকেল টেকনোলজিষ্ট নিয়োগ দাবি

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
  • ৬৮৬ পঠিত

সরকারি বিধিবিধান যথাযথভাবে মেনে মেডিকেল টেকনোলজিষ্ট পদে নিয়োগের দাবি জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) এবং বেকার এন্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিষ্ট অ্যাসোসিয়েশন(বিপিএসএমটিএ)।

গতকাল রোববার বিএমটিএ সভাপতি আলমাছ আলী খান, মহাসচিব মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন খান এবং বিপিএসএমটিএ’র সভাপতি শফিকুল ইসলাম ও মহাসচিব সিরাজুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।


বিবৃতিতে নেতারা লেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মেডিকেল টেকনোলজিষ্টসহ অন্যান্য পদধারীদের ৩ হাজার পদে নিয়োগের অনুমোদিত প্রস্তাবে ১৮৩ জন মেডিকেল টেকনোলজিষ্টকে সরাসরি স্থায়ী নিয়োগ দেওয়ার যে প্রস্তাব স্বাস্থ্য বিভাগ দিয়েছে তা মেডিকেল টেকনোলজিষ্ট নিয়োগের প্রচলিত বিধিবিধানের পরিপন্থী। এ ধরনের বিধিবহির্ভূত প্রস্তাব সারা দেশের মেডিকেল টেকনোলজিষ্টদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে। তাঁরা এর প্রতিবাদ এবং অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতারা বলেন, এ ধরনের নিয়োগ প্রতিহত করতে প্রয়োজনে সারা দেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করাসহ যেকোনো কর্মসূচি গ্রহণ করা হবে। তাঁরা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা ১৮৩ জন মেডিকেল টেকনোলজিষ্টকে সরাসরি স্থায়ী নিয়োগ দিতে গিয়ে নিয়োগবিধির শর্ত শিথিল করার যে ঘোষণা দিয়েছেন তা বিধির সুস্পষ্ট লঙ্ঘন, অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়। এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ও মনগড়া নিয়োগের প্রস্তাব রোগীর পরীক্ষা-নিরীক্ষার সঙ্গে জড়িত মেডিকেল টেকনোলজিষ্ট পেশার জন্য অমর্যাদাকর ও অশনিসংকেত।

এর প্রতিবাদে গতকাল রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাশ করা কয়েক শ মেডিকেল টেকনোলজিষ্ট মহাখালীর স্বাস্থ্য ভবনে সমবেত হয়ে সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা বলেন কারিগরি শিক্ষাবোর্ড থেকে পাশ করাদের আইনি বাধ্যবাধকতার কারণে চলমান নিয়োগ প্রক্রিয়ায় তাদের অন্তর্ভুক্ত না করা, কারিগরি শিক্ষাবোর্ড সংশ্লিষ্টদের মামলার কারণে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে মেডিকেল টেকনোলজিষ্ট নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে যে সকল মেডিকেল টেকনোলজিষ্টদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পেরিয়ে গেছে তাদের অন্ততপক্ষে বেকার ২০ হাজার মেডিকেল টেকনোলজিষ্টকে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ প্রদান করা এবং অস্বচ্ছ ও নিয়োগবিধি বহির্ভূত প্রক্রিয়ায় কথিত অস্থায়ী নিয়োগপ্রাপ্ত ১৮৩ জন মেডিকেল টেকনোলজিষ্টকে সরাসরি স্থায়ী নিয়োগ দেওয়ার যে সুপারিশ স্বাস্থ্য বিভাগ করেছেন তা ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, ১০ জুন বুধবার এই দাবির বাস্তবায়নের সমর্থনে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে। এরপরেও দাবি বাস্তবায়িত না হলে প্রয়োজনে মেডিকেল টেকনোলজিষ্টরা সারা দেশে সকল সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করাসহ যেকোনো কর্মসূচি দিতে বাধ্য হবে যার দায়দায়িত্ব স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর বর্তাবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

নিয়ম মেনে মেডিকেল টেকনোলজিষ্ট নিয়োগ দাবি

প্রকাশিত : ০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০

সরকারি বিধিবিধান যথাযথভাবে মেনে মেডিকেল টেকনোলজিষ্ট পদে নিয়োগের দাবি জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) এবং বেকার এন্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিষ্ট অ্যাসোসিয়েশন(বিপিএসএমটিএ)।

গতকাল রোববার বিএমটিএ সভাপতি আলমাছ আলী খান, মহাসচিব মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন খান এবং বিপিএসএমটিএ’র সভাপতি শফিকুল ইসলাম ও মহাসচিব সিরাজুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।


বিবৃতিতে নেতারা লেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মেডিকেল টেকনোলজিষ্টসহ অন্যান্য পদধারীদের ৩ হাজার পদে নিয়োগের অনুমোদিত প্রস্তাবে ১৮৩ জন মেডিকেল টেকনোলজিষ্টকে সরাসরি স্থায়ী নিয়োগ দেওয়ার যে প্রস্তাব স্বাস্থ্য বিভাগ দিয়েছে তা মেডিকেল টেকনোলজিষ্ট নিয়োগের প্রচলিত বিধিবিধানের পরিপন্থী। এ ধরনের বিধিবহির্ভূত প্রস্তাব সারা দেশের মেডিকেল টেকনোলজিষ্টদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে। তাঁরা এর প্রতিবাদ এবং অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতারা বলেন, এ ধরনের নিয়োগ প্রতিহত করতে প্রয়োজনে সারা দেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করাসহ যেকোনো কর্মসূচি গ্রহণ করা হবে। তাঁরা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা ১৮৩ জন মেডিকেল টেকনোলজিষ্টকে সরাসরি স্থায়ী নিয়োগ দিতে গিয়ে নিয়োগবিধির শর্ত শিথিল করার যে ঘোষণা দিয়েছেন তা বিধির সুস্পষ্ট লঙ্ঘন, অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়। এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ও মনগড়া নিয়োগের প্রস্তাব রোগীর পরীক্ষা-নিরীক্ষার সঙ্গে জড়িত মেডিকেল টেকনোলজিষ্ট পেশার জন্য অমর্যাদাকর ও অশনিসংকেত।

এর প্রতিবাদে গতকাল রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাশ করা কয়েক শ মেডিকেল টেকনোলজিষ্ট মহাখালীর স্বাস্থ্য ভবনে সমবেত হয়ে সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা বলেন কারিগরি শিক্ষাবোর্ড থেকে পাশ করাদের আইনি বাধ্যবাধকতার কারণে চলমান নিয়োগ প্রক্রিয়ায় তাদের অন্তর্ভুক্ত না করা, কারিগরি শিক্ষাবোর্ড সংশ্লিষ্টদের মামলার কারণে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে মেডিকেল টেকনোলজিষ্ট নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে যে সকল মেডিকেল টেকনোলজিষ্টদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পেরিয়ে গেছে তাদের অন্ততপক্ষে বেকার ২০ হাজার মেডিকেল টেকনোলজিষ্টকে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ প্রদান করা এবং অস্বচ্ছ ও নিয়োগবিধি বহির্ভূত প্রক্রিয়ায় কথিত অস্থায়ী নিয়োগপ্রাপ্ত ১৮৩ জন মেডিকেল টেকনোলজিষ্টকে সরাসরি স্থায়ী নিয়োগ দেওয়ার যে সুপারিশ স্বাস্থ্য বিভাগ করেছেন তা ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, ১০ জুন বুধবার এই দাবির বাস্তবায়নের সমর্থনে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে। এরপরেও দাবি বাস্তবায়িত না হলে প্রয়োজনে মেডিকেল টেকনোলজিষ্টরা সারা দেশে সকল সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করাসহ যেকোনো কর্মসূচি দিতে বাধ্য হবে যার দায়দায়িত্ব স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর বর্তাবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।