নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে লোহাগড়া অগ্রণী ব্যাংকের ম্যানেজারসহ দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন।
\তিনি বলেন, করোনায় আক্রান্ত নড়াইলের লোহাগড়া অগ্রণী ব্যাংকের ম্যানেজার হাসান তারেক মজনু ও লোহাগড়ার ডালিম বেগম নামের এ দুইজনকে নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ আছেন।
এদিকে লোহাগড়া অগ্রণী ব্যাংক লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ নিয়ে জেলায় সর্বমোট আটজন চিকিৎসক ও ১৪ জন হাইওয়ে পুলিশের সদস্যসহ সর্বমোট ৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে আট চিকিৎসকসহ ২৩ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং দুইজন মারা গেছেন।