ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

পদ্মার চরাঞ্চলে ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর রাসেল ভাইপার

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
  • ৮১১ পঠিত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পদ্মার তীরবর্তী অঞ্চলগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর বিষাক্ত রাসেল ভাইপার সাপ। জেলার জাজিরা ও নড়িয়া এবং ভেদরগঞ্জ উপজেলার পদ্মা তীরবর্তী ইউনিয়নগুলোতে অহরহ দেখা মিলছে এ সাপটি।

এ দিকে ভয়ঙ্কর সাপ রাসেল ভাইপার ছড়িয়ে পড়ার খবর শুনে জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনকে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় এমপি ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।

সাপ হস্তান্তরকালে চট্টগ্রাম এন্টিভেনম রিচার্স সেন্টারের ট্রেইনার বোরহান বিশ্বাস রিমন বলেন, বিষাক্তের দিক দিয়ে এ সাপটি পৃথিবীর পঞ্চম স্থানে রয়েছে। তাই যে সব এলাকায় এ প্রজাতির সাপ দেখা যাচ্ছে, সেখানকার লোকজনের সচেতন হওয়া অতি জরুরি। এই সাপের কামড়ে মৃত্যু প্রায় নিশ্চিত।

স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে, কাঁচিকাটা ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকাতে প্রতিনিয়ত দেখা মিলছে রাসেল ভাইপার। বিশেষ করে ঝোপ-ঝাড়ে, মাছ ধরার খাঁচা, জালে ও ধান ক্ষেতে এ সাপ বেশি ধরা পড়ছে। কিন্তু সাধারণ সাপ মনে করে তারা এ প্রজাতির অনেক সাপ মেরে ফেলেছে এবং অনেকে হাতেও ধরেছে।

এ ছাড়া গত সপ্তাহে ওই এলাকার মাহিন নামে ৫ বছর বয়সী এক শিশু সাপের কামড়ে মারা গেছে। তার পায়ে পচন ধরে যাচ্ছিল। তাই ধারণা করা হচ্ছে, রাসেল ভাইপারের কামড়েই তার মৃত্যু হয়েছে। সাপের কামড়ে ওই এলাকার এক কৃষকের ৫টি ছাগল মারা গেছে।

চলতি মাসে একই এলাকার একটি কাঁচা বাড়ির বসতঘর খুঁড়ে উদ্ধার করা হয়েছে ৪৫টি বিষাক্ত গোখরা সাপের বাচ্চা। সাপের তাড়া খেয়ে অনেকে নির্ঘুম রাত কাটাচ্ছে সেখানে।

কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান বলেন, রাসেল ভাইপার ছড়িয়ে পড়ার খবর শুনে সঙ্গে সঙ্গেই আমি ইউএনওসহ সংশ্লিষ্ট দফতরকে অবগত করেছি। আমরা স্থানীয় লোকজনকে নিয়মিত সচেতন করে যাচ্ছি।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ বলেন, কাঁচিকাটা ইউনিয়নের যে এলাকাটিতে এ সাপের দেখা মিলছে সেখানাকার চেয়ারম্যান ও প্রতিনিধিদের বলা হয়েছে সচেতনতামূলক কার্যক্রম চালাতে। আর জেলা সিভিল সার্জন অফিসে এন্টিভেনম রয়েছে। কেউ সাপের কামড় খেলে আতঙ্কিত না হয়ে যেন সেখানে যোগাযোগ করে।

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

পদ্মার চরাঞ্চলে ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর রাসেল ভাইপার

প্রকাশিত : ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পদ্মার তীরবর্তী অঞ্চলগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর বিষাক্ত রাসেল ভাইপার সাপ। জেলার জাজিরা ও নড়িয়া এবং ভেদরগঞ্জ উপজেলার পদ্মা তীরবর্তী ইউনিয়নগুলোতে অহরহ দেখা মিলছে এ সাপটি।

এ দিকে ভয়ঙ্কর সাপ রাসেল ভাইপার ছড়িয়ে পড়ার খবর শুনে জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনকে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় এমপি ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।

সাপ হস্তান্তরকালে চট্টগ্রাম এন্টিভেনম রিচার্স সেন্টারের ট্রেইনার বোরহান বিশ্বাস রিমন বলেন, বিষাক্তের দিক দিয়ে এ সাপটি পৃথিবীর পঞ্চম স্থানে রয়েছে। তাই যে সব এলাকায় এ প্রজাতির সাপ দেখা যাচ্ছে, সেখানকার লোকজনের সচেতন হওয়া অতি জরুরি। এই সাপের কামড়ে মৃত্যু প্রায় নিশ্চিত।

স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে, কাঁচিকাটা ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকাতে প্রতিনিয়ত দেখা মিলছে রাসেল ভাইপার। বিশেষ করে ঝোপ-ঝাড়ে, মাছ ধরার খাঁচা, জালে ও ধান ক্ষেতে এ সাপ বেশি ধরা পড়ছে। কিন্তু সাধারণ সাপ মনে করে তারা এ প্রজাতির অনেক সাপ মেরে ফেলেছে এবং অনেকে হাতেও ধরেছে।

এ ছাড়া গত সপ্তাহে ওই এলাকার মাহিন নামে ৫ বছর বয়সী এক শিশু সাপের কামড়ে মারা গেছে। তার পায়ে পচন ধরে যাচ্ছিল। তাই ধারণা করা হচ্ছে, রাসেল ভাইপারের কামড়েই তার মৃত্যু হয়েছে। সাপের কামড়ে ওই এলাকার এক কৃষকের ৫টি ছাগল মারা গেছে।

চলতি মাসে একই এলাকার একটি কাঁচা বাড়ির বসতঘর খুঁড়ে উদ্ধার করা হয়েছে ৪৫টি বিষাক্ত গোখরা সাপের বাচ্চা। সাপের তাড়া খেয়ে অনেকে নির্ঘুম রাত কাটাচ্ছে সেখানে।

কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান বলেন, রাসেল ভাইপার ছড়িয়ে পড়ার খবর শুনে সঙ্গে সঙ্গেই আমি ইউএনওসহ সংশ্লিষ্ট দফতরকে অবগত করেছি। আমরা স্থানীয় লোকজনকে নিয়মিত সচেতন করে যাচ্ছি।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ বলেন, কাঁচিকাটা ইউনিয়নের যে এলাকাটিতে এ সাপের দেখা মিলছে সেখানাকার চেয়ারম্যান ও প্রতিনিধিদের বলা হয়েছে সচেতনতামূলক কার্যক্রম চালাতে। আর জেলা সিভিল সার্জন অফিসে এন্টিভেনম রয়েছে। কেউ সাপের কামড় খেলে আতঙ্কিত না হয়ে যেন সেখানে যোগাযোগ করে।