ভারত অধিকৃত কাশ্মীরের পুলওয়ামায় ২০ কেজি বিস্ফোরকসহ একটি গাড়ি উদ্ধারের দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার ওই গাড়িটি আটক করা হয়। তবে এর চালককে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, গাড়িটিতে থাকা ২০ কেজি আইইডি তথা উন্নত বিস্ফোরক থেকে বড় ধরনের হামলা হতে পারতো।
পুলিশ জানিয়েছে, গাড়িটিতে নকল রেজিস্ট্রেশন নম্বর ছিল। এ দিন সকালে এক চেকপোস্টে গাড়িটিকে দাঁড়াতে বলা হলে সেটি গতি বাড়িয়ে ব্যারিকেড ভেঙে বেরিয়ে যেতে চেয়েছিল।
পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার বলেন, ‘নিরাপত্তা বাহিনী গুলি চালাতে শুরু করলে গাড়ির চালক পালিয়ে যায়। কিন্তু গাড়িতে রেখে যায় বিপুল পরিমাণে আইইডি। আমরা গোয়েন্দা সূত্রে খবর পেয়েছিলাম হামলা হতে পারে। গতকাল থেকেই বিস্ফোরক একটি গাড়ির সন্ধানে ছিলাম আমরা।’
গাড়িটি থেকে আইইডি সন্তর্পণে নামানো হয়েছে। পরে ‘বোম ডিজপোজাল স্কোয়াড’ এসে সেগুলো ধ্বংস করে দেয়।
বিজয় কুমার জানিয়েছেন, এটি ছিল সেনা, পুলিশ ও আধা সেনার যৌথ অভিযান।
গত ফেব্রুয়ারিতে পুলওয়ামাতেই এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় মারা যায় ভারতের ৪০ জওয়ান। সেই হামলার জবাব দিতে পাকিস্তানে ঢুকে জৈশ-ই-মোহাম্মদের ঘাঁটিতে হামলা চালায় ভারত।