নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৭ জুন) ভোররাতে উপজেলার জালশুকা (শ্যামগঞ্জ বাজার সংলগ্ন) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সমর আলী (৫৫) ও তার ছেলে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী পাপ্পু (২৬)।
স্থানীয়রা জানায়, সমর আলী বুধবার ভোররাত ৪টার দিকে বাড়ির পাশে ফিসারীজে পানি দেয়ার জন্য বৈদ্যুতিক মোটর ছাড়তে গেলে অসাবধানতা বসত বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে পড়েন। এসময় তাকে উদ্ধার করতে ছেলে এগিয়ে আসলে বাবা-ছেলে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।