বগুড়ায় করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে আরও এক পল্লিচিকিৎসকের মৃত্যু হয়েছে। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মারা যান।
এ নিয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শনিবার ভোর পর্যন্ত বগুড়ার সরকারি-বেসরকারি তিন হাসপাতালে কোভিড পজিটিভ চারজনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে পাঁচজনের। কোভিডে মৃত্যুর সংখ্যা বগুড়ায় একদিনে এটাই সর্বোচ্চ।
শনিবার ভোরে টিএমএসএস হাসপাতালে মারা যাওয়া ব্যক্তির নাম নূরুল মোমিন (৬৫)। তিনি পেশায় পল্লি চিকিৎসক। বাড়ি বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায়।
টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম (এইও) প্রথম আলোকে বলেন, নূরুল মোমিন প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন উপসর্গে ভুগছিলেন। করোনা পরীক্ষার জন্য ১৫ জুন তিনি এই হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা জমা দেন। নমুনা পরীক্ষায় ১৬ জুন তিনি কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত হন। দুদিন বাসাতেই আইসোলেশনে থাকার পর অবস্থার অবনতি ঘটে। এ অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোর পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়।
কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে শনিবার সকালে নূরুল মোমিনের লাশ দাফন করা হয়েছে।