বগুড়ার সারিয়াকান্দিতে গাছে আটকে যাওয়া ঘুড়ি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে রনি সরকার (১৫) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্র মারা গেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামালপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান হেদায়েদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রনি সরকার দড়িপাড়া গ্রামের রব্বানী সরকারের ছেলে। সে স্থানীয় ইএম আওলাকান্দি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। বৃহস্পতিবার দুপুরের দিকে রনি বাড়ির কাছে ঘুড়ি উড়াচ্ছিল। এ সময় ঘুড়ির একটি গাছের ডালে আটকে যায়। সে কাঁচা বাঁশ দিয়ে ঘুড়িটি পাড়ার চেষ্টা করে। তখন বাঁশ পাশে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হয়ে রনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
সারিয়াকান্দি থানার ওসি আল আমিন জানান, কোনো অভিযোগ না থাকায় রনির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।