ভারতের বিহারে বজ্রপাতে শনিবার আরও কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে রাজ্যটিতে গত দশ দিনে মৃতের সংখ্যা ১৬০ ছাড়িয়ে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, শনিবার থেকে রাজধানী পাটনায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। টানা ভারী বর্ষণে রাজধানী শহরের একাধিক এলাকা প্লাবিত হয়েছে। এদিন বজ্রপাতে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে।
গত শুক্রবার বিহারের পাঁচ জেলায় বজ্রপাতে ৮ জন মারা যান। আগের দিন বৃহস্পতিবার বজ্রপাতে ২৬ জনের প্রাণহানি হয়। তার আগে আরও দুদিন বজ্রপাতে ১০০ জনের বেশি মারা যায় রাজ্যটিতে।
২৫ জুন সর্বাধিক ৯৭ জন বজ্রপাতে মারা গেছেন। তারপর আর একদিন মৃত্যু হয়েছে ১১ জনের। সবমিলিয়ে বজ্রপাতে গত কয়েক দিনে বিহারে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬২।
এদিকে উত্তরপ্রদেশেও বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। শনিবার বিকালেও কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও
অন্তত ২৯ জন।
সরকারি সূত্রের বরাতে খবরে বলা হয়, ২৩ জনের মধ্যে শুধু এলাহাবাদেই ৮ জন প্রাণ হারিয়েছেন। মির্জাপুরে মৃত্যু হয়েছে ৬ জনের। কৌশাম্বিতে মারা গেছেন ২ জন। জৌনপুরে একজনের মৃত্যু হয়েছে। ভাদোহিতে আরও ৬ জন মারা গেছেন, জখম হয়েছেন আরও ৬ জন।
এর আগে ২৫ জুন উত্তরপ্রদেশে বজ্রপাতে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়।