ঢাকা , রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

ভুয়া জাতীয় দল নিয়ে চটেছেন জেমি

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
  • ৮৮৫ পঠিত

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের এখনো চার ম্যাচ বাকি বাংলাদেশের। করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে থাকা এই ম্যাচগুলো শুরু হতে পারে অক্টোবরে।

প্রস্তাবিত সূচী অনুসারে আগামী ৮ অক্টোবর বাংলাদেশ ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচগুলোর জন্যই ৩৭ সদস্যের প্রাথমিক দল দিয়েছেন কোচ জেমি ডে? স্বয়ং জেমি ডে-ই জানেন না এমন খবর!

বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য এই দলের তালিকা গতকাল থেকেই ফেসবুকে ভাইরাল হয়েছে। আর সেটা নজরে পড়েছে জেমি ডেরও। ফুটবলভিত্তিক একটি ফেসবুক গ্রুপে এই তালিকা শেয়ার করা হয়।

মজার ব্যাপার, এই ভুয়া দল দেখে আনন্দে আটখানা বাংলাদেশ পুলিশ দলের কোচ নিকোলা ভিতরোভিচ। এই দলে যে জায়গা করে নিয়েছেন তাঁরই দুই ফুটবলার, মিডফিল্ডার নাজমুল রাসেল এবং ফরোয়ার্ড শেখ বাবলু। বসুন্ধরা কিংসে খেলতে আসা বাংলাদেশি বংশোদ্ভূত ফিনল্যান্ডের ডিফেন্ডার কাজী তারিকও ডাক পেয়েছেন এই ‘কাল্পনিক’ দলে।

আপাতত কাগজে-কলমে বাংলাদেশ জাতীয় দলের কোচ নন জেমি ডে। বাফুফের সঙ্গে চুক্তির নতুন শর্ত অনুসারে ১৬ আগস্ট থেকে আবারও দায়িত্ব শুরু হবে জেমির। যদিও তিনি ইংল্যান্ড থেকে জাতীয় দলের সব খোঁজ-খবরই রাখছেন। এভাবে জাতীয় দলের তালিকা গড়ার বিষয়টা মোটেও ভালোভাবে নেননি তিনি, ‘এটা খুবই একটা বাজে উদাহরণ হয়ে থাকল। এটা আমার দেওয়া দল না। কেউ হয়তো এই ভুয়া দলটা ফেসবুকে পোস্ট করেছে। আমাদের শুধু দুই মাসের জন্য এই দল দেওয়ার কোনো দরকার নেই।’

এমন ঘটনায় বেশ অবাকও হয়েছেন জেমি, ‘যখন কোনো খেলাই নেই তখন কে বা কারা এই তালিকা বানিয়েছে সেটা খোঁজা উচিত। এতে ফুটবলাররা বিভ্রান্ত হয়। বেশ কয়েকজন ফুটবলার আমার কাছে জানতে চেয়েছে কেন তারা নেই? কী হাস্যকর একটা ব্যাপার!’

পুলিশ কোচ নিকোলা ভিতরোভিচ এই তালিকাকে সত্যি বলেই ধরে নিয়েছিলেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আমার দুই ফুটবলারকে জাতীয় দলে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। মাঠে ওদের কঠোর পরিশ্রম আর মনোযোগের ফলই এটা।’

এই প্রতিবেদক ভুলটা ধরিয়ে দিতেই নিকোলা বললেন, ‘আমি জেনেছি যে ওরা হয়তো ফেব্রুয়ারি মাস থেকেই দলে থাকতে পারে। তবে এগুলো নিয়ে আগে থেকে কিছুই বলতে চাইনি। কারণ আগে এটা নিয়ে কেউ কিছু লেখেনি।’

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ভুয়া জাতীয় দল নিয়ে চটেছেন জেমি

প্রকাশিত : ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের এখনো চার ম্যাচ বাকি বাংলাদেশের। করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে থাকা এই ম্যাচগুলো শুরু হতে পারে অক্টোবরে।

প্রস্তাবিত সূচী অনুসারে আগামী ৮ অক্টোবর বাংলাদেশ ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচগুলোর জন্যই ৩৭ সদস্যের প্রাথমিক দল দিয়েছেন কোচ জেমি ডে? স্বয়ং জেমি ডে-ই জানেন না এমন খবর!

বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য এই দলের তালিকা গতকাল থেকেই ফেসবুকে ভাইরাল হয়েছে। আর সেটা নজরে পড়েছে জেমি ডেরও। ফুটবলভিত্তিক একটি ফেসবুক গ্রুপে এই তালিকা শেয়ার করা হয়।

মজার ব্যাপার, এই ভুয়া দল দেখে আনন্দে আটখানা বাংলাদেশ পুলিশ দলের কোচ নিকোলা ভিতরোভিচ। এই দলে যে জায়গা করে নিয়েছেন তাঁরই দুই ফুটবলার, মিডফিল্ডার নাজমুল রাসেল এবং ফরোয়ার্ড শেখ বাবলু। বসুন্ধরা কিংসে খেলতে আসা বাংলাদেশি বংশোদ্ভূত ফিনল্যান্ডের ডিফেন্ডার কাজী তারিকও ডাক পেয়েছেন এই ‘কাল্পনিক’ দলে।

আপাতত কাগজে-কলমে বাংলাদেশ জাতীয় দলের কোচ নন জেমি ডে। বাফুফের সঙ্গে চুক্তির নতুন শর্ত অনুসারে ১৬ আগস্ট থেকে আবারও দায়িত্ব শুরু হবে জেমির। যদিও তিনি ইংল্যান্ড থেকে জাতীয় দলের সব খোঁজ-খবরই রাখছেন। এভাবে জাতীয় দলের তালিকা গড়ার বিষয়টা মোটেও ভালোভাবে নেননি তিনি, ‘এটা খুবই একটা বাজে উদাহরণ হয়ে থাকল। এটা আমার দেওয়া দল না। কেউ হয়তো এই ভুয়া দলটা ফেসবুকে পোস্ট করেছে। আমাদের শুধু দুই মাসের জন্য এই দল দেওয়ার কোনো দরকার নেই।’

এমন ঘটনায় বেশ অবাকও হয়েছেন জেমি, ‘যখন কোনো খেলাই নেই তখন কে বা কারা এই তালিকা বানিয়েছে সেটা খোঁজা উচিত। এতে ফুটবলাররা বিভ্রান্ত হয়। বেশ কয়েকজন ফুটবলার আমার কাছে জানতে চেয়েছে কেন তারা নেই? কী হাস্যকর একটা ব্যাপার!’

পুলিশ কোচ নিকোলা ভিতরোভিচ এই তালিকাকে সত্যি বলেই ধরে নিয়েছিলেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আমার দুই ফুটবলারকে জাতীয় দলে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। মাঠে ওদের কঠোর পরিশ্রম আর মনোযোগের ফলই এটা।’

এই প্রতিবেদক ভুলটা ধরিয়ে দিতেই নিকোলা বললেন, ‘আমি জেনেছি যে ওরা হয়তো ফেব্রুয়ারি মাস থেকেই দলে থাকতে পারে। তবে এগুলো নিয়ে আগে থেকে কিছুই বলতে চাইনি। কারণ আগে এটা নিয়ে কেউ কিছু লেখেনি।’