টাঙ্গাইলের মির্জাপুরে দুই পুলিশ সদস্যসহ ১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মির্জাপুর উপজেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা ২৭৪ জন। মারা গেছেন ৫ জন।
নতুন শনাক্ত দুই পুলিশ সদস্য হলেন মির্জাপুরের মহেড়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিসি) ২৪ ও ২৭ বছর বয়সী কনস্টেবল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সংগৃহীত নমুনা ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে পাঠানো আংশিক ফলাফলে ওই ১০ জনের করোনা পজেটিভ হয়েছে বলে আজ মঙ্গলবার সকালে জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম বলেন, নতুন শনাক্ত কোভিড–১৯ রোগী এবং তাদের আশপাশের বাড়ি লকডাউন করার প্রস্তুতি চলছে।