মাস্ক না পরায় ১৬জন পথচারী এবং পরিবহন শ্রমিককে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর্জা মো. জুবায়ের হোসেন রবিবার এ অভিযান পরিচালনা করেন। আগামীকাল সোমবার থেকে বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট আরও জোরদার করা হবে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্র জানায়, টাঙ্গাইলের ১২ উপজেলার মধ্যে মির্জাপুর উপজেলায় সবচেয়ে বেশি ৭৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মির্জাপুর উপজেলায় এক নারীসহ মারা গেছেন চারজন। শর্ত সাপেক্ষে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে গত ৩১ মে থেকে সরকার সারা দেশে লগডাউন শিথিল করেছে। সামাজিক দুরত্ব বজায় না রেখে এবং মুখে মাস্ক না পরে মির্জাপুরে সাধারণ মানুষের মধ্যে চলাচল অভ্যাসে পরিনত হয়েছে। ফলে মির্জাপুরে দিন দিন করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
এদিকে আজ রবিবার দুপুরে মির্জাপুর শহরের পুরাতন বাস স্টেশন এলাকা এবং গোড়াই শিল্পাঞ্চলের হাটুভাঙ্গা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। মুখে মাস্ক না পরায় এ সময় পরিবহন শ্রমিক, যাত্রী এবং পথচারীসহ ১৬ জনকে ১৩ হাজার টাকা জরিমানা এবং ১৬টি মামলা দায়ের করা হয় বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন জানিয়েছেন। তাদের এ মোবাইল কোর্ট চলমান থাকবে।