মুন্সিগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৩৪ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯১৪ জনে। একই সময়ে করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৪২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৯৭ জন।
এদিকে করোনার সংক্রমণ নিয়ে জেলায় আরও দুজনের মৃত্যু হয়েছে। ফলে জেলায় এখন পর্যন্ত কোভিডে মারা যাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের সিভিল সার্জন আবুল কালাম আজাদ।
সিভিল সার্জন জানান, গত ২৩ জুন ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) পাঠানো নমুনার মধ্যে ২০৭ জনের ফল এসেছে। সেখানে ৩৪ জনের করোনা ‘পজিটিভ’ হওয়ার কথা জানানো হয়। সে হিসেবে ওই দিন পরীক্ষা করা নমুনার ১৬ দশমিক ৪২ শতাংশ পজিটিভ হয়েছে। এদিকে গজারিয়া উপজেলায় কোভিডে আক্রান্ত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শ্রীনগর উপজেলায় মারা যাওয়ার পর একজনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন সংক্রমিত ৩৪ জনের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলার ১৫ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ৪ জন, সিরাজদিখান উপজেলায় ৩ জন, লৌহজং উপজেলায় ৪ জন, শ্রীনগর উপজেলায় ১ জন ও গজারিয়া উপজেলায় ৭ জন রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২১৫ জনসহ এ পর্যন্ত জেলার মোট ৯ হাজার ৪৭৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ পর্যন্ত ৮ হাজার ৮৮১ জনের নমুনা প্রতিবেদন পাওয়া গেছে। ফলাফলের অপেক্ষায় রয়েছেন আরও ৫৯৬ জন।