মৌলভীবাজারের বড়লেখার একজন ব্যবসায়ী কোভিড–১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন। সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
অন্যদিকে মৌলভীবাজার সদর উপজেলায় কোভিডের উপসর্গ নিয়ে আরেকজনের মৃত্যু হয়েছে। তিনি মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে মারা গেছেন।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রত্নদীপ বিশ্বাস আজ শনিবার প্রথম আলোকে বলেন, ‘ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে হৃদ্রোগে আক্রান্ত ছিলেন। শ্বাসকষ্ট নিয়ে সিলেটের একটি হাসপাতালে ভর্তির পর তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়েছে। মারা যাওয়ার পর তাঁর সম্পর্কে আমরা জানতে পেরেছি।’
অন্যদিকে গতকাল রাত আটটার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে মৌলভীবাজার সদর উপজেলার এক ব্যক্তি (৭৮) কোভিডের উপসর্গ নিয়ে মারা গেছেন। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির আধা ঘণ্টার মধ্যেই তিনি মারা যান। হাসপাতাল সূত্র জানিয়েছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। রাতেই স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহমেদ ফয়সল জামান ওই ব্যক্তির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে আজ প্রথম আলোকে বলেন, ‘ওই ব্যক্তি প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে এসেছিলেন। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।’