মৌলভীবাজারে নতুন করে ২২ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার ল্যাব থেকে পাওয়া সর্বশেষ ফলাফলের ভিত্তিতে এই তথ্য জানানো হয়। এতে করে সারা জেলায় এখন কোভিড-১৯-এ আক্রান্ত মানুষের সংখ্যা ৩৮৬। এর মধ্যে অবশ্য সুস্থ হয়েছেন ১৪৬ জন। মৌলভীবাজারের সিভিল সার্জন চিকিৎসক তউহীদ আহমেদ প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সর্বশেষ নমুনা পরীক্ষায় আক্রান্ত ২২ জনের মধ্যে রাজনগর উপজেলায় ৩ জন, কুলাউড়ায় ৫ জন, জুড়ীতে ৯ জন, কমলগঞ্জে ৩ জন ও বড়লেখায় ২ জন রয়েছেন।
গত ৪ এপ্রিল মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় গ্রামীণ হাটের এক ব্যবসায়ী করোনার উপসর্গ নিয়ে মারা যান। পরে নমুনা পরীক্ষায় তিনি করোনা ‘পজিটিভ’ হন। জেলায় প্রথম কারও করোনায় সংক্রমিত হওয়ার ঘটনা ছিল সেটাই প্রথম। জেলায় করোনায় সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪ জন।