দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী এবং দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে দেশের বরণ্য শিল্পপতি সাবেক সংসদ সদস্য ও সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ সৈয়দ মো. ফয়সল গভীর শোক প্রকাশ করেছেন।
এ রকম চিন্তা-চেতনার মানুষ বর্তমান সময়ে খুবই প্রয়োজন। দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান গড়ার এবং লাখো মানুষের কর্মসংস্থানের কারিগর কর্মবীর নুরুল ইসলামের জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূণ ভূমিকা রয়েছে।
করোনা দুর্যোগকালে মানুষের কর্মসংস্থানের জন্য নুরুল ইসলামের প্রযোজন ছিল। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ফয়সল বলেন, বাংলাদেশের শিল্পোন্নয়নে নুরুল ইসলামের বিশাল ভূমিকা রয়েছে। একজন কৃতী ব্যবসায়ী হিসেবে তিনি মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক ও সমাজসেবামূলক কাজে নিজেকে সব সময় নিয়োজিত রাখছিলেন।
তিনি মরহুম নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, ব্যক্তিগতজীবনে তিনি আমার পরিচিতি ছিলেন। মাধবপুরের জগদীশপুর ইউনিয়নের বেজুড়ায় যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার আগে তিনি আমার সঙ্গে কথা বলেছিলেন।
আমি তখন তাকে স্বাগত জানিয়েছিলাম। আমার নিজ এলাকায় অজপাড়াগাঁয়ে নুরুল ইসলাম শিল্পকারখানা গড়ে তোলায় হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।