যুগান্তর স্বজন সমাবেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে ৫নং পোর্ট এরিয়ায়। স্বজনের সভাপতি জাহাঙ্গীর ডালিমের নেতৃত্বে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রিন্স, সমাজকল্যাণ সম্পাদক হুমায়ুন কবির মৃধা, সাংস্কৃতিক সম্পাদক সুমন সরকার, শিক্ষাবিষয়ক সম্পাদক আবুল খায়ের সিহাবসহ স্বজনরা।
বৃক্ষরোপণ কর্মসূচির সময় উপস্থিত স্বজনরা বলেন, গাছ আমাদের পরম বন্ধু, আমাদের অক্সিজেন দেয়। তাই বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান।