রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোভিডে আক্রান্ত দুই রোগী মারা গেছেন। তাঁদের মধ্যে একজনের নাম কালাম (৩৩)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। আরেকজনের নাম তানজিলা খাতুন (৫০)। নওগাঁর সাপাহার উপজেলার এরেন্ডা গ্রামে তাঁর বাড়ি।
রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, গোদাগাড়ী উপজেলার কালাম আজ শনিবার ভোররাত চারটার দিকে হাসপাতালের ২৯ নম্বর করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি গত ৩০ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর কোভিড পজিটিভি ছিল। আর নওগাঁর সাপাহারের তানজিলা খাতুন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বেলা ১১টার দিকে মারা যান। তিনি করোনা পজিটিভ ছিলেন। ৯ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
সাইফুল ফেরদৌস জানান, তাঁদের মৃত্যুর পর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়। স্বেচ্ছাসেবকেরা স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের ব্যবস্থা করছেন।