সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় করোনায় (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা শতক পূর্ণ করল। আজ শনিবার দুপুরে জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, উপজেলায় নতুন করে নয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০০।
নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে উপজেলার বারইভাগ এলাকায় দুজন, চান্দাইকোনা খাদ্যগুদামে কর্মরত একজন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের একজন, তাঁদের পরিবারের একজন, জঞ্জালিপাড়ায় একজন, মোড়দিয়ায় একজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র স্টাফ নার্স ও ব্রহ্মগাছার একজন রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ অ্যান্ড এফপিও) আমীমুল ইহসান তৌহিদ বিকেলে প্রথম আলোকে বলেন, করোনাভাইরাস প্রতিরোধে প্রত্যেককে ব্যক্তিগতভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
গত ১ জুন উপজেলায় প্রথম একসঙ্গে ৪ জনের করোনা শনাক্ত হয়। ১ জুলাই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৩৫। গত ১৭ দিনে নতুন করে ৬৫ জনের দেহে করোনার সংক্রমণ ঘটেছে।