নড়াইলের লোহাগড়া উপজেলায় সোনালী ব্যাংকের লক্ষ্মীপাশা শাখার (ট্রেজারি শাখা) সাত কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়েছেন। এ কারণে এ শাখার সাধারণ লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। শুধু ট্রেজারি (সরকারি) বিল জমা নেওয়া হবে।
ওই শাখার কর্মকর্তারা জানান, শাখার কর্মকর্তা মুন্সী সেকেন্দার আলীর নমুনা পরীক্ষার ফলাফল গত বৃহস্পতিবার করোনা ‘পজিটিভ’ আসে। এর পরিপ্রেক্ষিতে গত রোববার ও সোমবার ব্যাংক বন্ধ রাখা হয়। এরপর ব্যাংকের অন্য সব কর্মকর্তা-কর্মচারী বৃহস্পতিবারই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। এতে কর্মকর্তা শিকদার মুশফিকুর রহমান ও সুইপার সাগরিকার ফলাফল রোববার করোনা ‘পজিটিভ’ আসে। গত সোমবার ক্যাশ অফিসার সিক্ত রায়, সৈয়দ আতাউর রহমান ও তারেক আনিসের এবং আনসার সদস্য মো. হান্নানেরও করোনা ‘পজিটিভ’ ফলাফল আসে।
শাখা ব্যবস্থাপক মো. মিজানুর রহমান বলেন, ‘শাখায় মোট কর্মী ১৬ জন। সাতজন করোনা পজিটিভ ছাড়াও আরও তিনজন অসুস্থ। এ পরিস্থিতিতে আমরা চাচ্ছিলাম চলতি সপ্তাহ ব্যাংক বন্ধ রাখতে। যেহেতু এটি ট্রেজারি শাখা, তাই উপজেলা প্রশাসনের অনুরোধে মঙ্গলবার থেকে শুধু সরকারি বিল জমা নেওয়া হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্য সব লেনদেন বন্ধ থাকবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র বলেন, আর্থিক অর্থবছর ৩০ জুন শেষ হচ্ছে। সরকারি বিভিন্ন প্রকল্পের বিল ৩০ জুনের মধ্যে তুলতে হবে। তাই শুধু এ জন্য ব্যাংক খোলা থাকছে। সাধারণ লেনদেন বন্ধ থাকবে।