ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

শুরু হলো অনলাইন শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৯:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
  • ৮৩৭ পঠিত

অনলাইন জুম কনফারেন্সের মাধ্যমে গতকাল শুক্রবার উদ্বোধন করা হলো শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২০। প্রায় ৫০০ শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া অনলাইন বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান (বিএফএফ) ইফতেখারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনীর চৌধুরী, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় তত্ত্বীয় পদার্থবিজ্ঞানের অধ্যাপক আরশাদ মোমেন, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ফারসীম মান্নান মোহাম্মদী। এ ছাড়া অনলাইনে যুক্ত ছিলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি উপাচার্য পারভিন হাসান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অ্যান্ড হিউম্যানিটি বিভাগের চেয়ারম্যান ফেরদৌস আজীম।

অনুষ্ঠানের শুরুতে শোক প্রকাশ করা হয় প্রয়াত অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এবং অধ্যাপক আলী আসগরের স্মরণে। এরপর কংগ্রেসের সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন অনুষ্ঠানের সঞ্চালক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির একাডেমিক কাউন্সেলর ইবরাহিম মুদ্দাসসের।

অনুষ্ঠানে এ বছরের শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মুশতাক ইবনে আয়ূব বলেন, ‘দেশের বাইরের গবেষকদের সঙ্গে এবারই প্রথম আমাদের বিজ্ঞানের শিক্ষার্থীদের সরাসরি কাজ করার সুযোগ হচ্ছে। এই শিক্ষা আমাদের ভবিষ্যৎ কংগ্রেসেও কাজে লাগবে।’ শিক্ষার্থীদের এবারের অংশগ্রহণকে তিনি সাধুবাদ জানান এবং কংগ্রেসের সার্বিক শুভকামনা জানান।

এরপর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরশাদ মোমেন চৌধুরী এবং এসপিএসবির সহসভাপতি মুনির হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের ট্রাস্টি পারভীন হাসান এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অ্যান্ড হিউম্যানিটি বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের ট্রাস্টি ফেরদৌস আজীম। অনুষ্ঠানটি সম্প্রচার করা হয় শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের ফেসবুক পেজ থেকে।

দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানশিক্ষা জনপ্রিয় করে তোলা, শিক্ষার্থীদের বিজ্ঞানীদের মতো করে চিন্তা ও গবেষণা করতে শেখানো এবং আন্তর্জাতিকভাবে বিজ্ঞান আয়োজনগুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের লক্ষ্য নিয়ে এ বছর সপ্তমবারের মতো আয়োজন করা হচ্ছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২০। এ বছরের অনলাইন বিজ্ঞান কংগ্রেসের অনুষ্ঠানগুলো সরাসরি দেখা যাবে বিজ্ঞান কংগ্রেসের ফেসবুক পেজে

কংগ্রেসে প্রথম ও দ্বিতীয় দিনে শিক্ষার্থীরা তাদের পোস্টার ও প্রজেক্টের প্রদর্শনী এবং পেপার উপস্থাপন করবে অনলাইনে। তৃতীয় দিন অনুষ্ঠিত হবে খুদে বিজ্ঞানী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক ও বিজ্ঞানীদের নিয়ে যৌথ কংগ্রেস। এতে শিক্ষার্থীরা বিজ্ঞানীদের সঙ্গে দেশের বিজ্ঞানশিক্ষা, গবেষণা ও এ–সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে মতবিনিময় করবে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি মুহম্মদ জাফর ইকবাল। যৌথ কংগ্রেস শেষে একটি প্রস্তাবনা প্রস্তুত করা হবে। কংগ্রেসের সেরা গবেষণা কাজগুলোকে পুরস্কৃত করার পাশপাশি নির্বাচিত তিনটি গবেষণাকে পেপার অব দ্য কংগ্রেস, পোস্টার অব দ্য কংগ্রেস এবং প্রজেক্ট অব দ্য কংগ্রেস হিসেবে পুরস্কৃত করা হবে। কংগ্রেসের বিজয়ী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে জগদীশ চন্দ্র বসু ক্যাম্প।

গত ফেব্রুয়ারি ও মার্চ মাসজুড়ে কংগ্রেসের প্রস্তুতির লক্ষ্যে সারা দেশে আয়োজিত হয়েছে প্রস্তুতিমূলক কর্মশালা ও কুদরাত-এ-খুদা সায়েন্স ক্যাম্প। প্রস্তুতিমূলক কর্মশালায় বিজ্ঞান কংগ্রেসে অংশ নেওয়ার নিয়মাবলী শেখানো হয়েছে। সেই সঙ্গে তিন দিনের কুদরাত-এ-খুদা সায়েন্স ক্যাম্প ও মেঘনাদ সাহা বিজ্ঞান কর্মশালায় বৈজ্ঞানিক কার্যপদ্ধতিসহ প্রজেক্ট, পোস্টার ও পেপারের বিস্তারিত শেখানো হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যৌথ আয়োজনে এ বছর অনুষ্ঠিত হচ্ছে সপ্তম শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস। বিজ্ঞপ্তি

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

শুরু হলো অনলাইন শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস

প্রকাশিত : ০৯:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০

অনলাইন জুম কনফারেন্সের মাধ্যমে গতকাল শুক্রবার উদ্বোধন করা হলো শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২০। প্রায় ৫০০ শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া অনলাইন বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান (বিএফএফ) ইফতেখারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনীর চৌধুরী, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় তত্ত্বীয় পদার্থবিজ্ঞানের অধ্যাপক আরশাদ মোমেন, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ফারসীম মান্নান মোহাম্মদী। এ ছাড়া অনলাইনে যুক্ত ছিলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি উপাচার্য পারভিন হাসান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অ্যান্ড হিউম্যানিটি বিভাগের চেয়ারম্যান ফেরদৌস আজীম।

অনুষ্ঠানের শুরুতে শোক প্রকাশ করা হয় প্রয়াত অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এবং অধ্যাপক আলী আসগরের স্মরণে। এরপর কংগ্রেসের সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন অনুষ্ঠানের সঞ্চালক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির একাডেমিক কাউন্সেলর ইবরাহিম মুদ্দাসসের।

অনুষ্ঠানে এ বছরের শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মুশতাক ইবনে আয়ূব বলেন, ‘দেশের বাইরের গবেষকদের সঙ্গে এবারই প্রথম আমাদের বিজ্ঞানের শিক্ষার্থীদের সরাসরি কাজ করার সুযোগ হচ্ছে। এই শিক্ষা আমাদের ভবিষ্যৎ কংগ্রেসেও কাজে লাগবে।’ শিক্ষার্থীদের এবারের অংশগ্রহণকে তিনি সাধুবাদ জানান এবং কংগ্রেসের সার্বিক শুভকামনা জানান।

এরপর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরশাদ মোমেন চৌধুরী এবং এসপিএসবির সহসভাপতি মুনির হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের ট্রাস্টি পারভীন হাসান এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অ্যান্ড হিউম্যানিটি বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের ট্রাস্টি ফেরদৌস আজীম। অনুষ্ঠানটি সম্প্রচার করা হয় শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের ফেসবুক পেজ থেকে।

দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানশিক্ষা জনপ্রিয় করে তোলা, শিক্ষার্থীদের বিজ্ঞানীদের মতো করে চিন্তা ও গবেষণা করতে শেখানো এবং আন্তর্জাতিকভাবে বিজ্ঞান আয়োজনগুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের লক্ষ্য নিয়ে এ বছর সপ্তমবারের মতো আয়োজন করা হচ্ছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২০। এ বছরের অনলাইন বিজ্ঞান কংগ্রেসের অনুষ্ঠানগুলো সরাসরি দেখা যাবে বিজ্ঞান কংগ্রেসের ফেসবুক পেজে

কংগ্রেসে প্রথম ও দ্বিতীয় দিনে শিক্ষার্থীরা তাদের পোস্টার ও প্রজেক্টের প্রদর্শনী এবং পেপার উপস্থাপন করবে অনলাইনে। তৃতীয় দিন অনুষ্ঠিত হবে খুদে বিজ্ঞানী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক ও বিজ্ঞানীদের নিয়ে যৌথ কংগ্রেস। এতে শিক্ষার্থীরা বিজ্ঞানীদের সঙ্গে দেশের বিজ্ঞানশিক্ষা, গবেষণা ও এ–সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে মতবিনিময় করবে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি মুহম্মদ জাফর ইকবাল। যৌথ কংগ্রেস শেষে একটি প্রস্তাবনা প্রস্তুত করা হবে। কংগ্রেসের সেরা গবেষণা কাজগুলোকে পুরস্কৃত করার পাশপাশি নির্বাচিত তিনটি গবেষণাকে পেপার অব দ্য কংগ্রেস, পোস্টার অব দ্য কংগ্রেস এবং প্রজেক্ট অব দ্য কংগ্রেস হিসেবে পুরস্কৃত করা হবে। কংগ্রেসের বিজয়ী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে জগদীশ চন্দ্র বসু ক্যাম্প।

গত ফেব্রুয়ারি ও মার্চ মাসজুড়ে কংগ্রেসের প্রস্তুতির লক্ষ্যে সারা দেশে আয়োজিত হয়েছে প্রস্তুতিমূলক কর্মশালা ও কুদরাত-এ-খুদা সায়েন্স ক্যাম্প। প্রস্তুতিমূলক কর্মশালায় বিজ্ঞান কংগ্রেসে অংশ নেওয়ার নিয়মাবলী শেখানো হয়েছে। সেই সঙ্গে তিন দিনের কুদরাত-এ-খুদা সায়েন্স ক্যাম্প ও মেঘনাদ সাহা বিজ্ঞান কর্মশালায় বৈজ্ঞানিক কার্যপদ্ধতিসহ প্রজেক্ট, পোস্টার ও পেপারের বিস্তারিত শেখানো হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যৌথ আয়োজনে এ বছর অনুষ্ঠিত হচ্ছে সপ্তম শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস। বিজ্ঞপ্তি