মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি সারওয়ার আলীর বাড়িতে ঢুকে তাঁকে হত্যাচেষ্টার মামলায় সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গত রোববার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ অভিযোগপত্র জমা দেয়।
আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক মো. জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, এই হত্যাচেষ্টার মামলায় দেওয়া অভিযোগপত্র আদালতের কাছে উপস্থাপন করা হবে। সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া দুই আসামিকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে।
অভিযোগপত্রের সাত আসামি হলেন শেখ নাজমুল (৩০), শেখ রনি (২৫), আল আমিন মল্লিক (২৬), ফয়সাল কবির সাদবির (২৬), মনির হোসেন (২০) ও নুর মোহাম্মদ মোল্লা (২১)। অভিযোগপত্রে থাকা এক আসামি কিশোর। অপর দিকে হাসান ও হাফিজুর ইসলাম নামের দুই আসামিকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে।
পুলিশের তদন্ত প্রতিবেদন বলছে, ডাকাতির উদ্দেশ্যে সারওয়ার আলীর বাসায় ঢুকে তাঁকে হত্যার চেষ্টা করেন অভিযোগপত্রভুক্ত আসামিরা। আর এই ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন সাত আসামি।
গত ৫ জানুয়ারি রাত ১০টা ২০ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় দুই দুর্বৃত্ত উত্তরার ৭ নম্বর সেক্টরে সারওয়ার আলীর বাড়িতে ঢুকে সারওয়ার আলীর মেয়ে ও জামাতাকে ছুরিকাঘাত করে। পরে সারওয়ার আলী ও তাঁর স্ত্রীকে হত্যার চেষ্টা করে। এ সময় তাঁদের চিৎকারে ওই ভবনের এক বাসিন্দা ও প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।