সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলা কোভিডে মৃত মানুষের সংখ্যা ১০০ ছাড়াল। একই সময়ে বিভাগে নতুন করে আরও ৪২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ রোববার সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, কোভিড সংক্রমণে ২৪ ঘণ্টায় সিলেট জেলায় দুজন, সুনামগঞ্জে একজন ও মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে কোভিডে মৃত মানুষের সংখ্যা দাঁড়াল ১০১। একই সময়ে নতুন করে আরও ৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জে আট ও হবিগঞ্জ জেলায় ছয়জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৭৯৬। এর মধ্যে সিলেট জেলায় ৩ হাজার ৭০ জন, সুনামগঞ্জে ১ হাজার ১৭০, হবিগঞ্জে ৮৯৯ ও মৌলভীবাজারে ৬৫৭ জন করোনা রোগী রয়েছেন।
সিলেটে প্রথম কোভিড রোগী শনাক্ত হয় ৫ এপ্রিল। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন। ১৫ এপ্রিল তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঈন উদ্দিন দেশে কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম চিকিৎসক।