সুনামগঞ্জে নতুন করে আরও ৫৮ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৯৯ জনে। বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্ত ৫৮ জনের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার তিনজন, ছাতকের ১৭, দক্ষিণ সুনামগঞ্জের এক, জামালগঞ্জের নয়, দোয়ারাবাজারের ১১, দিরাইয়ের তিন, তাহিরপুরের ছয়, বিশ্বম্ভরপুরের দুই ও জগন্নাথপুর উপজেলার ছয়জন রয়েছেন।
জেলা সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জে এ পর্যন্ত ছয় হাজার ৩৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফল পাওয়া গেছে পাঁচ হাজার ৯১৫ জনের। করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯৯ জন। এর মধ্যে মারা গেছেন চারজন। সুস্থ হয়েছেন ১৩২ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সুনামগঞ্জে গত ১২ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৭৫ জন, ছাতকের ১৯০, দোয়ারাবাজারের ৬০, দক্ষিণ সুনামগঞ্জের ৬১, তাহিরপুরের ২৪, বিশ্বম্ভরপুরের ২৪, জগন্নাথপুরের ৫৫, শাল্লার ২০, ধর্মপাশার ১৮, জামালগঞ্জের ৫৫ ও দিরাই উপজেলার ১৭ জন রয়েছেন।
এ দিকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সুনামগঞ্জ জেলার তিনটি পৌরসভা ও ১২টি ইউনিয়নকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। এসব এলাকায় মাইকিং করে জনসাধারণকে বিষয়টি জানানো হয়েছে।