নাটোর-বাগাতিপাড়া সড়কের তমালতলা বাজার থেকে হাজিপাড়া পর্যন্ত প্রায় পৌনে দুই কিলোমিটার অংশ খানাখন্দে ভরা। গত কয়েক দিনের ভারি বৃষ্টিতে সেখানে পানি জমে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে প্রতিকার চেয়ে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত আজ সোমবার সকালে সড়কে জমে থাকা পানিতে জাল ফেলে প্রতীকী প্রতিবাদ জানান এলাকাবাসী।
উপজেলার তমালতলা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খানাখন্দে ভরা সড়কটিতে যান চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে। সড়কের কোথাও কোথাও কার্পেটিং উঠে গিয়ে মাটির রাস্তায় পরিণত হয়েছে। গত কয়েক দিনের ভারি বৃষ্টিতে এসব খানাখন্দে পানি জমে ছোট ছোট জলাশয়ের আকার হয়েছে। ঘোলা পানি দেখে বোঝার উপায় নেই গর্তের গভীরতা কতটুকু। ফলে যানবাহন চলাচল করতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে আজ এলাকাবাসী প্রতীকী এই প্রতিবেদ করেছেন।