ঢাকা , রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

করোনায় ৪ বাংলাদেশিসহ ১২৭ সাংবাদিকের মৃত্যু

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
  • ৭৪৯ পঠিত

কোভিড-১৯ পরিস্থিতি মানুষকে জানাতে মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে বাংলাদেশের চার সাংবাদিকসহ ১২৭ গণমাধ্যম কর্মীর মৃত্যু হয়েছে। ৩১ দেশে গত ৩ মাসে এই মৃত্যু হয়। এই তথ্য জানিয়েছে জেনেভা-ভিত্তিক এনজিও প্রেস এম্বলেম ক্যাম্পেইন (পিইসি)।

পিইসি মহাসচিব ব্লেইস লেম্পেন এক বিবৃতিতে বলেছেন, সাংবাদিকদের মহামারির তথ্য জানানোর কাজে নিয়োজিত থাকতে হচ্ছে। তারা নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের মধ্যে অনেকে মৃত্যু বরণ করেছেন। মৃতদের অনেকে পেশাগত দায়িত্ব পালনের সময় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা পাননি। বিশ্বের সব সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তিনি।

এনজিওটি মার্চের ১ তারিখ থেকে ৩১ মে পর্যন্ত সময় হিসাব করেছে। তাদের তথ্য অনুযায়ী, মৃতদের দুই তৃতীয়াংশ দায়িত্বরত অবস্থায় আক্রান্ত হন। এর মধ্যে শুধু মে মাসেই মারা গেছেন ৭২ জন।

পিইসি ৪ বাংলাদেশি সাংবাদিকের মৃত্যুর খবর দিলেও দেশীয় সাংবাদিকদের একটি ফেসবুক গ্রুপের হিসাব অনুযায়ী, ২ জুন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর ‘আমাদের গণমাধ্যম-আমাদের অধিকার’ নামের ওই গ্রুপ থেকে প্রতিনিয়ত সাংবাদিকদের ব্যাপারে আপডেট দেয়া হচ্ছে। তাদের হিসাব অনুযায়ী, বাংলাদেশে ২৩৮ জন সাংবাদিক এখন পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৪ জন।

পিইসির হিসাব অনুযায়ী, লাতিন আমেরিকায় সবচেয়ে বেশি সাংবাদিক নতুন এই রোগে মারা গেছেন, ৬২ জন। ইউরোপে ২৩ জন, এশিয়ায় ১৭ জন, উত্তর আমেরিকায় ১৩ জন এবং আফ্রিকায় ১২ জন।

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

করোনায় ৪ বাংলাদেশিসহ ১২৭ সাংবাদিকের মৃত্যু

প্রকাশিত : ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০

কোভিড-১৯ পরিস্থিতি মানুষকে জানাতে মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে বাংলাদেশের চার সাংবাদিকসহ ১২৭ গণমাধ্যম কর্মীর মৃত্যু হয়েছে। ৩১ দেশে গত ৩ মাসে এই মৃত্যু হয়। এই তথ্য জানিয়েছে জেনেভা-ভিত্তিক এনজিও প্রেস এম্বলেম ক্যাম্পেইন (পিইসি)।

পিইসি মহাসচিব ব্লেইস লেম্পেন এক বিবৃতিতে বলেছেন, সাংবাদিকদের মহামারির তথ্য জানানোর কাজে নিয়োজিত থাকতে হচ্ছে। তারা নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের মধ্যে অনেকে মৃত্যু বরণ করেছেন। মৃতদের অনেকে পেশাগত দায়িত্ব পালনের সময় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা পাননি। বিশ্বের সব সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তিনি।

এনজিওটি মার্চের ১ তারিখ থেকে ৩১ মে পর্যন্ত সময় হিসাব করেছে। তাদের তথ্য অনুযায়ী, মৃতদের দুই তৃতীয়াংশ দায়িত্বরত অবস্থায় আক্রান্ত হন। এর মধ্যে শুধু মে মাসেই মারা গেছেন ৭২ জন।

পিইসি ৪ বাংলাদেশি সাংবাদিকের মৃত্যুর খবর দিলেও দেশীয় সাংবাদিকদের একটি ফেসবুক গ্রুপের হিসাব অনুযায়ী, ২ জুন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর ‘আমাদের গণমাধ্যম-আমাদের অধিকার’ নামের ওই গ্রুপ থেকে প্রতিনিয়ত সাংবাদিকদের ব্যাপারে আপডেট দেয়া হচ্ছে। তাদের হিসাব অনুযায়ী, বাংলাদেশে ২৩৮ জন সাংবাদিক এখন পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৪ জন।

পিইসির হিসাব অনুযায়ী, লাতিন আমেরিকায় সবচেয়ে বেশি সাংবাদিক নতুন এই রোগে মারা গেছেন, ৬২ জন। ইউরোপে ২৩ জন, এশিয়ায় ১৭ জন, উত্তর আমেরিকায় ১৩ জন এবং আফ্রিকায় ১২ জন।