নওগাঁর মান্দায় পিকআপের ধাক্কায় নয়ন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে উপজেলার হাজী গোবিন্দপুর মোড় (মুক্তিযোদ্ধা মেমোরিয়াল গার্লস স্কুল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন মান্দা উপজেলার চকভোলাই গ্রামের সাহেব আলীর ছেলে।
মান্দা থানার ওসি (তদন্ত) তারেকুর রহমান সরকার বলেন, বৃহস্পতিবার দুপুরে নয়ন ও তার সহযোগী মোটরসাইকেলযোগে জেলার মান্দা উপজেলার ফেরিঘাট থেকে মান্দার দেলুয়াবাড়ি হয়ে বাড়িতে যাচ্ছিলেন।
পথে উপজেলার হাজী গোবিন্দপুর মোড় এলাকায় পৌঁছলে রাজশাহীর দিক থেকে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান নয়ন। গুরুতর আহত তার সহযোগীকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। ঘাতক চালককে আটক করা হয়েছে।