খুলনায় করোনার উপসর্গ নিয়ে কাজী মাহবুবুর রহমান (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মাহবুবুর রহমান নগরীর সোনাডাঙ্গা থানার সবুজবাগ এলাকার বাসিন্দা।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, গত ৭ জুন বিকালে কাজী মাহবুবুর রহমান শ্বাসকষ্ট নিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টায় তার মৃত্যু হয়। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন।
তিনি আরো জানান, মৃত কাজী মাহবুবুর রহমান করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।