বগুড়ায় নতুন করে চিকিৎসক, পুলিশ, সাংবাদিকসহ আরও ৮৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে গতকাল শনিবার পর্যন্ত জেলায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের সংখ্যা এক হাজার ২৭৪ জন। গতকাল মারা গেছেন তিনজন কোভিড–১৯ রোগী।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান গতকাল রাতে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করে ৮৮ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে বগুড়ার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে বগুড়ার ৪০ জনের করোনা পজেটিভ আসে। অন্যদিকে টিএমএসএস মেডিকেল কলেজ ল্যাবেরেটরিতে প্রথম পালায় বগুড়ার ৫০টি নমুনার মধ্যে ২৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। এ ছাড়া সান্ধ্য পালায় আরও কিছু নমুনা পরীক্ষায় বগুড়ার ২১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলার মধ্যে বগুড়া শহরে সর্বোচ্চ ৮৪৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ১৪ জন কোভিড–১৯ রোগী।