মানিকগঞ্জের সিংগাইরে একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন এক নারী। তিনটি সন্তান সুস্থ রয়েছে। একটি মৃত সন্তান প্রসব করেন তিনি। বর্তমানে মাসহ তিনটি সন্তান সুস্থ আছেন বলে ওই নারীর পরিবার সূত্রে জানা গেছে।
উপজেলার জামিত্তা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার শ্রীদাম হালদারের মেয়ে অঞ্জনা রানী একই সঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে।
জানা গেছে, তিন বছর আগে তার মেয়ে অঞ্জনাকে মানিকগঞ্জ সদর উপজেলার আঁটিগ্রাম ইউনিয়নের রাজনগর গ্রামের সুনিরাম হালদারের ছেলে সঞ্জয় হালদারের সঙ্গে বিয়ে হয়। অঞ্জনা সন্তান সম্ভবা হলে গত ৫ মাস আগে পিতার বাড়িতে আনা হয়। এ সময় অঞ্জনার স্বামী চাকরি নিয়ে কাতার চলে যান। গত ৬ জুন প্রসব বেদনা শুরু হলে তাকে সাভারস্থ প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানেই ৪টি সন্তান প্রসব করেন তিনি।
এ ব্যাপারে অঞ্জনা রানী যুগান্তরকে জানান, সরকারে কাছে আমার আকুল আবেদন, এই মহামারী করোনার সময় সরকারের কাছে সাহায্যের আবেদন করছি। যেন আমার তিনটি সন্তানের চিকিৎসাসহ দু-মুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। বাড়িতে আসার পর সন্তানদের খাবার যোগাতে পারছি না