পিরোজপুরে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ২১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সোমবার রাতে বরিশালের করোনা পরীক্ষাগার থেকে পিরোজপুরের সিভিল সার্জনের কাছে পৌঁছানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পিরোজপুরে একদিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড এটি। এ নিয়ে জেলায় ১২৭ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, পিরোজপুরে এ পর্যন্ত শনাক্ত ১২৭ জনের মধ্যে তিনজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৭৯ জন। সোমবার নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় তিনজন, মঠবাড়িয়া উপজেলায় আটজন, ভান্ডারিয়া উপজেলায় নয়জন ও নেছারাবাদ উপজেলায় একজন রয়েছেন।
পিরোজপুরের সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ জাকী বলেন, ‘নতুন করে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে। আমরা আপাতত তাঁদের বাড়িতে রেখে চিকিৎসার ব্যবস্থা করেছি।’
এদিকে গত রোববার বিকেলে মঠবাড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের থানাপাড়া মহল্লাকে ‘রেড জোন’ (উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা) ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের বিস্তার এই এলাকায় তুলনামূলক বেশি। সোমবার রাত পর্যন্ত থানাপাড়া মহল্লায় নয়জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একটি পরিবারের চারজন ও অপর একটি পরিবারের তিনজন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

নিউজ ডেস্ক 










