গালওয়াল সীমান্তে চীনের সঙ্গে ভারতের সংঘর্ষে উভয় পক্ষে সৈন্য নিহতের ঘটনার পরও এখনো আলোচনার কথা জানালো ভারত। সংঘর্ষের পর সাংবাদিকদের ভারতের এ বিষয়ক মুখপাত্র অনুরাগ শ্রিবাস্তভ জানান, ভারত এবং চীন প্রতিরক্ষা এবং কূটনৈতিক পর্যায়ে এ বিষয়ে তৈরি হওয়া উত্তেজনা প্রশমনে পূর্ব লাদাখ সীমান্তে আলোচনা চালিয়ে যাচ্ছে।
সীমান্তে উত্তেজনাকে কেন্দ্র করে গত মে মাস থেকে চীনের সঙ্গে কূটনৈতিক ও প্রতিরক্ষা পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানায় ভারত। সম্প্রতি ৬ জুন তাদের মধ্যে ফলপ্রসূ ও শান্তিপূর্ণ এক বৈঠকের পর হঠাৎ করেই ১৫ তারিখ রাতে লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারতীয় সেনাদের সঙ্গে চীনের সেনাবাহিনীর সংঘর্ষ ঘটে। এতে ভারতের এক আর্মি অফিসার ও দুই সেনা সদস্য নিহত হয়। অন্যদিকে চীন দাবি করে, এই সংঘর্ষে নিহত হয়েছে তাদের ৫ সেনা সদস্য।
এ বিষয়ে ভারত শান্তিপূর্ণ সমাধান আশা করছে এমন মন্তব্য করে অনুরাগ শ্রিবাস্তভ বলেন, ‘আমরা আশা করেছিলাম বিষয়টি ভালো ভাবে সমাধান হবে, কিন্তু গালওয়ান ভ্যালিতে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে (এলএসি) চীন উভয় দেশের মধ্যে হওয়া সমঝোতা রক্ষা করেনি। ১৫ জুন সন্ধ্যার কিছু পরে সেখানে সংঘর্ষ হয়, কেননা চীন তাদের সৈন্যদের অবস্থানে সেখানে পরিবর্তন করে। এ ঘটনায় উভয় পক্ষ অনেক হতাহতের ঘটনা ঘটেছে যা পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ ছিলো যদি উচ্চ পক্ষে আলোচনা করে নিতো চীন কর্তৃপক্ষ।’
সীমান্তে নিজেদের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত বেশ দৃঢ়তার সঙ্গে বলতে চায় এলএসি এলাকায় তাদের যাবতীয় কার্যক্রম নিজেদের অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিলো এবং আমরা আশা করি চীন কর্তৃপক্ষও তাদের অঞ্চলের মধ্যে নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখবে।’
তিনি আরো বলেন, ‘আবারো বলতে চাই, সীমান্তে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার জন্য আলোচনা ও উত্তেজনা প্রশমনের যাবতীয় পদক্ষেপ গ্রহণের জন্য আমরা প্রস্তুত। কিন্তু সেই সঙ্গে নিজেদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং সীমান্ত রক্ষায় যে কোন পদক্ষেপ গ্রহণে আমরা পিছপা হব না।’