ঢাকা , রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

ভার্চুয়াল ফটো সিরিজ ‘কৌশিক অ্যান্ড রিবা

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
  • ৯৫৩ পঠিত

বাংলাদেশে প্রথম ভার্চুয়াল ফটোশুট করলেন হালের জনপ্রিয় মডেল রিবা। আর ছবির ডিরকেশন দিয়েছেন তারুণ্যদীপ্ত ফটোগ্রাফার কৌশিক ইকবাল। এই ফটোসিরিজ নিয়ে টেলিফোনে কথা হলো রিবার সঙ্গে। তিনি ফটোশুটের পেছনের গল্প শেয়ার করেছেন কড়চা’র সঙ্গে। সেই গল্প তুলে ধরছেন খালেদ আহমেদ।

মডেল রিবা ফেসবুকের চেয়ে ইন্সটাগ্রামে রেগুলার। তার ভাষ্যে-লকডাউনের একদম শুরু থেকে ফলো করে আসছিলাম, ওয়ার্ল্ডওয়াইড নতুন কি ট্রেন্ড আসছে কিংবা আগামীতে কী করে আমরা এই ফ্যাশন ইন্ডাস্ট্রিকে স্ট্যাবল রাখতে পারি? ওই সময় আমার ঘনিষ্ঠ বন্ধু জনপ্রিয় ফটোগ্রাফার কৌশিক ইকবাল আমাকে বলল, দোস্ত চল, আমরা যে যার বাসায় থেকে একটা ফটোশুট করি ভিডিওকলের মাধ্যমে। তখন আমি বললাম, হ্যাঁ আমিও কয়েকদিন হলো দেখছি-হার্পার’স বাজার, গ্রাজিয়া, কসমোপলিটান-এর মতো বিশ্বখ্যাত ফ্যাশন ম্যাগাজিনগুলো ইতিমধ্যে ভার্চুয়াল ফটোশুট করেছে। কিন্তু আমি আমার দিক থেকে একটু কনফিউজ ছিলাম। কারণ আমার বাসায় হেল্পিং হ্যান্ড একদমই নাই। আর ভার্চুয়াল ফটোশুটে মডেলকে নিজের স্টাইলিং, মেকআপ, মোবাইল দিয়ে অ্যাঙ্গেল সেট করা সব নিজেকেই করতে হয়। অবশেষে ২১ এপ্রিল আমরা ফটোশুট করলাম। আমার বাসার ছাদটা ফটোশুটের জন্য ব্যবহার করেছি লাইটটা সুন্দরভাবে পাওয়ার জন্য। শুটের সময় আমরা গুগল ডুয়ো অ্যাপসটা ব্যবহার করেছি।

তিনি বলেন, ‘কৌশিক ভাইয়া, ভিডিওকলে আমাকে ডিরেকশন দিচ্ছিল। আমি কিন্তু কিছুই দেখতে পারছিলাম না। কারণ ভালো রেজুলেশনের ছবির জন্য আমি মোবাইলের ব্যাক ক্যামেরা ব্যবহার করেছি। কাজটা খুবই কষ্টকর ছিল। পরবর্তী সময়ে রিবা ৫ মে আরেকটি ফটোশুট করলেন।’

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দ্বিতীয় ফটোশুটটা আমার বাসার বারান্দাতে সোনালি রোদের আলোয় করেছিলাম। এবারেও আমরা গুগল ডুয়ো অ্যাপস ব্যবহার করে স্ক্রিনশটের মাধ্যমে ফটোশুটটা করি। প্রসঙ্গত, আমার নিজের মডেল হওয়া দুটি শুটেই আমরা বিহাইন্ড দ্য সিন ভিডিও বানিয়েছি। কারণ অন্যরা যেন সহজেই বুঝতে পারে-কীভাবে ভার্চুয়াল ফটোশুট করতে হয়। পরে আমার মাথায় এলো ফটো সিরিজ বানানোর। আমি তখন কৌশিককে জানালাম। সেও রাজি হলো। এই ফটো সিরিজের নাম দিলাম- এ ভার্চুয়াল সিরিজ উইথ ‘কৌশিক অ্যান্ড রিবা’। পরে আমার ডিরেকশনে প্রথম কোনো ফটোশুট করলাম। আমাদের সঙ্গে মডেল হিসেবে কাজ করেন তাবিনদা হোসেন ও আসিফ খান। মডেল সিলেকশনের বিষয়ে আমার নজর ছিল-যারা সাধারণত রেগুলার পর্দার সামনে কাজ করে না, তাদেরকেই নেওয়া। ইতোমধ্যে আমরা দুটি কাজই পাবলিশ করেছি। বাকিগুলো শিগগিরই পাবলিশ করব।’

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ভার্চুয়াল ফটো সিরিজ ‘কৌশিক অ্যান্ড রিবা

প্রকাশিত : ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০

বাংলাদেশে প্রথম ভার্চুয়াল ফটোশুট করলেন হালের জনপ্রিয় মডেল রিবা। আর ছবির ডিরকেশন দিয়েছেন তারুণ্যদীপ্ত ফটোগ্রাফার কৌশিক ইকবাল। এই ফটোসিরিজ নিয়ে টেলিফোনে কথা হলো রিবার সঙ্গে। তিনি ফটোশুটের পেছনের গল্প শেয়ার করেছেন কড়চা’র সঙ্গে। সেই গল্প তুলে ধরছেন খালেদ আহমেদ।

মডেল রিবা ফেসবুকের চেয়ে ইন্সটাগ্রামে রেগুলার। তার ভাষ্যে-লকডাউনের একদম শুরু থেকে ফলো করে আসছিলাম, ওয়ার্ল্ডওয়াইড নতুন কি ট্রেন্ড আসছে কিংবা আগামীতে কী করে আমরা এই ফ্যাশন ইন্ডাস্ট্রিকে স্ট্যাবল রাখতে পারি? ওই সময় আমার ঘনিষ্ঠ বন্ধু জনপ্রিয় ফটোগ্রাফার কৌশিক ইকবাল আমাকে বলল, দোস্ত চল, আমরা যে যার বাসায় থেকে একটা ফটোশুট করি ভিডিওকলের মাধ্যমে। তখন আমি বললাম, হ্যাঁ আমিও কয়েকদিন হলো দেখছি-হার্পার’স বাজার, গ্রাজিয়া, কসমোপলিটান-এর মতো বিশ্বখ্যাত ফ্যাশন ম্যাগাজিনগুলো ইতিমধ্যে ভার্চুয়াল ফটোশুট করেছে। কিন্তু আমি আমার দিক থেকে একটু কনফিউজ ছিলাম। কারণ আমার বাসায় হেল্পিং হ্যান্ড একদমই নাই। আর ভার্চুয়াল ফটোশুটে মডেলকে নিজের স্টাইলিং, মেকআপ, মোবাইল দিয়ে অ্যাঙ্গেল সেট করা সব নিজেকেই করতে হয়। অবশেষে ২১ এপ্রিল আমরা ফটোশুট করলাম। আমার বাসার ছাদটা ফটোশুটের জন্য ব্যবহার করেছি লাইটটা সুন্দরভাবে পাওয়ার জন্য। শুটের সময় আমরা গুগল ডুয়ো অ্যাপসটা ব্যবহার করেছি।

তিনি বলেন, ‘কৌশিক ভাইয়া, ভিডিওকলে আমাকে ডিরেকশন দিচ্ছিল। আমি কিন্তু কিছুই দেখতে পারছিলাম না। কারণ ভালো রেজুলেশনের ছবির জন্য আমি মোবাইলের ব্যাক ক্যামেরা ব্যবহার করেছি। কাজটা খুবই কষ্টকর ছিল। পরবর্তী সময়ে রিবা ৫ মে আরেকটি ফটোশুট করলেন।’

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দ্বিতীয় ফটোশুটটা আমার বাসার বারান্দাতে সোনালি রোদের আলোয় করেছিলাম। এবারেও আমরা গুগল ডুয়ো অ্যাপস ব্যবহার করে স্ক্রিনশটের মাধ্যমে ফটোশুটটা করি। প্রসঙ্গত, আমার নিজের মডেল হওয়া দুটি শুটেই আমরা বিহাইন্ড দ্য সিন ভিডিও বানিয়েছি। কারণ অন্যরা যেন সহজেই বুঝতে পারে-কীভাবে ভার্চুয়াল ফটোশুট করতে হয়। পরে আমার মাথায় এলো ফটো সিরিজ বানানোর। আমি তখন কৌশিককে জানালাম। সেও রাজি হলো। এই ফটো সিরিজের নাম দিলাম- এ ভার্চুয়াল সিরিজ উইথ ‘কৌশিক অ্যান্ড রিবা’। পরে আমার ডিরেকশনে প্রথম কোনো ফটোশুট করলাম। আমাদের সঙ্গে মডেল হিসেবে কাজ করেন তাবিনদা হোসেন ও আসিফ খান। মডেল সিলেকশনের বিষয়ে আমার নজর ছিল-যারা সাধারণত রেগুলার পর্দার সামনে কাজ করে না, তাদেরকেই নেওয়া। ইতোমধ্যে আমরা দুটি কাজই পাবলিশ করেছি। বাকিগুলো শিগগিরই পাবলিশ করব।’