ঢাকা , রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

নরসিংদীতে নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
  • ৮১৩ পঠিত

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১ হাজার ১১৭ জনের করোনা শনাক্ত হলো। আজ বুধবার সকালে প্রথম আলোকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ৯ জুন করোনায় সংক্রমিত সন্দেহে মোট ১৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরদিন সেগুলো পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পাঠানো হয়। এসব নমুনা পরীক্ষার ফলাফলের তালিকা গতকাল মঙ্গলবার রাতে আসে। ওই তালিকায় নতুন করে আরও ৩০ জনের করোনা ‘পজিটিভ’ বলে জানানো হয়।

নতুন করে সংক্রমিতদের মধ্যে সদর উপজেলার ১৩ জন, পলাশ উপজেলার ২, মনোহরদী উপজেলায় ৬, শিবপুর উপজেলায় ৫, বেলাব উপজেলায় ১ ও রায়পুরা উপজেলায় ৩ জন রয়েছেন।

জেলা করোনা প্রতিরোধ জরুরি সেল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলার ৬টি উপজেলা থেকে মোট ৬ হাজার ৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে পরীক্ষা শেষে ৫ হাজার ১৩৯ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। এতে ১ হাজার ১১৭ জন করোনা পজিটিভ বলে শনাক্ত হয়। জেলাজুড়ে সংক্রমিতদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৭৫৬ জন, রায়পুরায় ৭৯, পলাশে ৯৭, শিবপুরে ৮৩, বেলাবতে ৫৭ ও মনোহরদীতে ৪৫ জন ব্যক্তি রয়েছেন।

এ ছাড়া জেলায় করোনা শনাক্ত হওয়া ২১ জন ব্যক্তি এরই মধ্যে মারা গেছেন। তাঁদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ১২ জন, বেলাব ও রায়পুরা উপজেলায় ৩ জন করে এবং পলাশ, শিবপুর ও মনোহরদী উপজেলায় ১ জন করে রয়েছেন। অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও অন্তত ২৯ জন।

এ ব্যাপারে সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম জানান, নতুন করে আক্রান্তদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ, সঙ্গে হোম কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করা হচ্ছে। এ ছাড়া বর্তমানে ৩৭ জন আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতাল এবং ৫৬৪ জন হোম আইসোলেশনে আছেন। এদিকে সংক্রমিত হওয়ার পর আইসোলেশন থেকে মুক্ত অর্থাৎ সুস্থ হয়েছেন ৫৬৪ জন।

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

নরসিংদীতে নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত

প্রকাশিত : ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১ হাজার ১১৭ জনের করোনা শনাক্ত হলো। আজ বুধবার সকালে প্রথম আলোকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ৯ জুন করোনায় সংক্রমিত সন্দেহে মোট ১৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরদিন সেগুলো পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পাঠানো হয়। এসব নমুনা পরীক্ষার ফলাফলের তালিকা গতকাল মঙ্গলবার রাতে আসে। ওই তালিকায় নতুন করে আরও ৩০ জনের করোনা ‘পজিটিভ’ বলে জানানো হয়।

নতুন করে সংক্রমিতদের মধ্যে সদর উপজেলার ১৩ জন, পলাশ উপজেলার ২, মনোহরদী উপজেলায় ৬, শিবপুর উপজেলায় ৫, বেলাব উপজেলায় ১ ও রায়পুরা উপজেলায় ৩ জন রয়েছেন।

জেলা করোনা প্রতিরোধ জরুরি সেল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলার ৬টি উপজেলা থেকে মোট ৬ হাজার ৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে পরীক্ষা শেষে ৫ হাজার ১৩৯ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। এতে ১ হাজার ১১৭ জন করোনা পজিটিভ বলে শনাক্ত হয়। জেলাজুড়ে সংক্রমিতদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৭৫৬ জন, রায়পুরায় ৭৯, পলাশে ৯৭, শিবপুরে ৮৩, বেলাবতে ৫৭ ও মনোহরদীতে ৪৫ জন ব্যক্তি রয়েছেন।

এ ছাড়া জেলায় করোনা শনাক্ত হওয়া ২১ জন ব্যক্তি এরই মধ্যে মারা গেছেন। তাঁদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ১২ জন, বেলাব ও রায়পুরা উপজেলায় ৩ জন করে এবং পলাশ, শিবপুর ও মনোহরদী উপজেলায় ১ জন করে রয়েছেন। অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও অন্তত ২৯ জন।

এ ব্যাপারে সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম জানান, নতুন করে আক্রান্তদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ, সঙ্গে হোম কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করা হচ্ছে। এ ছাড়া বর্তমানে ৩৭ জন আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতাল এবং ৫৬৪ জন হোম আইসোলেশনে আছেন। এদিকে সংক্রমিত হওয়ার পর আইসোলেশন থেকে মুক্ত অর্থাৎ সুস্থ হয়েছেন ৫৬৪ জন।