দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রেমবাজার এলাকায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার নিজপাড়া ইউনিয়নের তেলীপাড়া গ্রামের ইমাজউদ্দিনের ছেলে আবুল হোসেন (৪২)। অন্যজন একই এলাকার ইব্রাহীম হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৬)।
পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার রাতে বীরগঞ্জ বাজার থেকে দুই বন্ধু মিলে উপজেলার প্রেমবাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুর-খানসামা আঞ্চলিক সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টরকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের আরাহী দুই বন্ধু রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাঁদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, মোটরসাইকেলটিই ট্রাক্টরটিকে পেছন থেকে ধাক্কা দেয়। তবে ট্রাক্টরটি পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।