রাজধানীর রূপনগরে নিজের বাসার সামনে এক যুবককে গুলি করে পালিয়েছে সন্ত্রাসীরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পিঠে গুলিবিদ্ধ আবদুস সাত্তার মাতব্বরকে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রূপনগর ১০ নম্বর সড়কে বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন সাত্তার মাতব্বর। হঠাৎ তিনজন যুবক তার কাছে আসে এবং তাদের একজন খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়।
সাত্তারের পিঠের ডান পাশে গুলি লেগেছে জানিয়ে তিনি বলেন, দ্রুতই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাত্তার আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
যে তিনজন এসে হামলা চালিয়েছে তারা বহিরাগত এবং তাদের কাউকে তিনি চেনেন না বলে সাত্তার পুলিশকে জানিয়েছেন।
সাত্তার গার্মেন্টের ঝুটের ব্যবসার সঙ্গে জড়িত জানিয়ে পুলিশ কর্মকর্তা বাশার বলেন, “এই ব্যবসার কারণে কারও সাথে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।”