ঢাকা , রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

ধরমপাশায় বজ্রপাতে ২ জেলের মৃত্যু

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০
  • ৮৪১ পঠিত

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার হারিবন্দ হাওরে মাছ শিকার করতে গিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে বজ্রপাতে দুজন জেলের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন বাবলু মিয়া (৩০) ও আউয়াল মিয়া (৩৫)। তাঁদের বাড়ি উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামে।

মধ্যনগর থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাবলু মিয়া, আউয়াল মিয়াসহ একই গ্রামের সাতজন জেলে একটি নৌকায় করে মশারি জাল দিয়ে মাছ শিকারের জন্য গতকাল সন্ধ্যা সাতটার দিকে উপজেলার হারিবন হাওরে যান। রাত নয়টার দিকে ওই হাওরে মাছ শিকার করা অবস্থায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাতে জেলে বাবলু মিয়া ঘটনাস্থলেই অচেতন হয়ে মারা যান। একই সময়ে নৌকার মধ্যে থাকা ছয়জন জেলে বজ্রপাতের বিকট শব্দে শারীরিকভাবে অসুস্থবোধ করেন। তখন তাঁরা কানে শুনতে পাচ্ছিলেন না। তখন নৌকা থেকে ওই হাওরের পানিতে পড়ে গিয়ে আউয়াল মিয়া (৩৫) নামের এক জেলে নিখোঁজ হন। আজ শুক্রবার সকাল সাতটার দিকে ওই হাওর থেকে আউয়ালকে মৃত অবস্থায় উদ্ধার করেন এলাকাবাসী।

চামরদানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকিরুল আজাদ বলেন, ‘বজ্রপাতে আমার ইউনিয়নের আমজোড়া গ্রামের দুজন জেলের মৃত্যু হয়েছে। খবরটি ইউএনও স্যারকে জানিয়েছি।’

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন আজ সকাল সাড়ে নয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, উপজেলার হারিবন হাওরে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে আমজোড়া গ্রামের জেলে বাবলু মিয়া নিহত হয়েছেন। বজ্রপাতের কারণে হাওরের পানিতে পড়ে গিয়ে নিখোঁজ জেলে আবদুল আউয়ালকে মৃত অবস্থায় আজ সকাল সাতটার দিকে উদ্ধার করা হয়েছে। নৌকার মধ্যে থাকা অবশিষ্ট পাঁচজন জেলে বজ্রপাতের বিকট শব্দে তাৎক্ষণিকভাবে কানে শুনতে না পেলেও এখন তাঁরা সবাই সুস্থ রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান বলেন, বজ্রপাতে মৃত্যু হওয়া ওই দুই জেলের পরিবারকে সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ধরমপাশায় বজ্রপাতে ২ জেলের মৃত্যু

প্রকাশিত : ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার হারিবন্দ হাওরে মাছ শিকার করতে গিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে বজ্রপাতে দুজন জেলের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন বাবলু মিয়া (৩০) ও আউয়াল মিয়া (৩৫)। তাঁদের বাড়ি উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামে।

মধ্যনগর থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাবলু মিয়া, আউয়াল মিয়াসহ একই গ্রামের সাতজন জেলে একটি নৌকায় করে মশারি জাল দিয়ে মাছ শিকারের জন্য গতকাল সন্ধ্যা সাতটার দিকে উপজেলার হারিবন হাওরে যান। রাত নয়টার দিকে ওই হাওরে মাছ শিকার করা অবস্থায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাতে জেলে বাবলু মিয়া ঘটনাস্থলেই অচেতন হয়ে মারা যান। একই সময়ে নৌকার মধ্যে থাকা ছয়জন জেলে বজ্রপাতের বিকট শব্দে শারীরিকভাবে অসুস্থবোধ করেন। তখন তাঁরা কানে শুনতে পাচ্ছিলেন না। তখন নৌকা থেকে ওই হাওরের পানিতে পড়ে গিয়ে আউয়াল মিয়া (৩৫) নামের এক জেলে নিখোঁজ হন। আজ শুক্রবার সকাল সাতটার দিকে ওই হাওর থেকে আউয়ালকে মৃত অবস্থায় উদ্ধার করেন এলাকাবাসী।

চামরদানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকিরুল আজাদ বলেন, ‘বজ্রপাতে আমার ইউনিয়নের আমজোড়া গ্রামের দুজন জেলের মৃত্যু হয়েছে। খবরটি ইউএনও স্যারকে জানিয়েছি।’

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন আজ সকাল সাড়ে নয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, উপজেলার হারিবন হাওরে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে আমজোড়া গ্রামের জেলে বাবলু মিয়া নিহত হয়েছেন। বজ্রপাতের কারণে হাওরের পানিতে পড়ে গিয়ে নিখোঁজ জেলে আবদুল আউয়ালকে মৃত অবস্থায় আজ সকাল সাতটার দিকে উদ্ধার করা হয়েছে। নৌকার মধ্যে থাকা অবশিষ্ট পাঁচজন জেলে বজ্রপাতের বিকট শব্দে তাৎক্ষণিকভাবে কানে শুনতে না পেলেও এখন তাঁরা সবাই সুস্থ রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান বলেন, বজ্রপাতে মৃত্যু হওয়া ওই দুই জেলের পরিবারকে সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।