নীলফামারীর ডোমারে নদীতে পড়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোমনাতি ইউনিয়নের আমবাড়ি হাটের অদূরে পাঙ্গা নদীর একটি ঝুঁকিপূর্ণ সেতু পারাপারের সময় ওই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শিশু দুটি হলো গোমনাতি ইউনিয়নের উত্তর গোমনাতি গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে মনোয়ার হোসেন (৬) ও একই উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের বিএসসি পাড়া গ্রামের গোলাম রব্বানীর মেয়ে মণি আক্তার (৫)। ওই দুই শিশু সম্পর্কে খালাতো ভাইবোন। সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করতে পারেনি।
ডোমার ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘ব্রিজের লোহার পাতের ফাঁকায় ভ্যানের চাকা ঢুকে ভ্যান উল্টে এক নারীসহ তিন শিশু নদীতে পড়ে। এরপর স্থানীয় লোকজন ওই নারী ও এক শিশুকে উদ্ধার করতে পারলেও দুই শিশু নিখোঁজ হয়। আমরা রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এনে নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে কাজ করছি।’
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফিজার রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে কাজ করছে।’