টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিল থেকে রানা (২৪) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রানা উপজেলার রামপুর খামার বাড়ির তারা মিয়ার ছেলে।
এদিকে এ ঘটনায় হত্যা সন্দেহে রামপুর বিলপাড়া গ্রমের আনোয়ারের ছেলে জনিকে (২৫) আটক করেছে পুলিশ।
কালিহাতী সার্কেলের সহকারি পুলিশ সুপার রাসেল মনির জানান, রামপুর পুরাতন বাজারসংলগ্ন সাত বিলে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরে রানার মা এসে তার ছেলের মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে জনিকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে পুলিশ নিহত জনির মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।