লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কংকরবোঝাই ট্রাক ও খালি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি, তবে পিকআপচালকের ৩৮ ও ট্রাকচালকের বয়স ৪৫ বছর হবে।
তাদের একজনের বাড়ি ঢাকা নারায়ণগঞ্জ ও অন্যজনের মুন্সিগঞ্জ শহরে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দিবাগত রাত ৩টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা ইটের কংকরবাহী ট্রাক ও বিপরীত দিক থেকে আসা খালি পিকআপ রায়পুরের চৌধুরিপুলের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে পিকআপচালক মারা যান এবং ট্রাকচালকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিতে সেখানে তিনিও প্রাণ হারান।
রায়পুর থানার ওসি তোতা মিয়া জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। তাদের নাম সংগ্রহের চেষ্টা চলছে।