স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় রাজধানীর মিরপুরের সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামীম রেজা ওরফে আপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার শামীম রেজাকে দুপুরে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেন।
পল্লবী থানার পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে নবম শ্রেণির এক শিক্ষার্থীর স্বজন শামীম রেজার বিরুদ্ধে পল্লবী থানায় ধর্ষণের মামলা করে। মামলার ভাষ্য, গত ৫ অক্টোবর পূর্ব পরিচিত শামীম রেজা বিয়ে করার প্রলোভন দিয়ে স্কুলছাত্রী ওই কিশোরীর সঙ্গে সম্পর্ক করেন। কিন্তু বিয়ে না করে টালবাহানা করেছিল।