নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরকাঁকড়া ইউনিয়নে মো. আলমগীর (২৫) নামে এ যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। শনিবার সন্ধ্যায় চরকাঁকড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আছিম মিঝির বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার একই এলাকার আছিম মিঝি বাড়ির আবদুল হকের নির্মাণাধীন বিল্ডিংয়ে বৈদ্যুতিক কাজ শেষে এলোমোলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকা যন্ত্রপাতি গোছানোর সময় লিকেজ বিদ্যুতের তারে জড়িয়ে আলমগীর ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।