করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজারে ছোটন দেব (২৯) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
তিনি জানান, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে করোনা পজিটিভ হয়ে গত ১০ জুন থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন ছোটন।
গত এক সপ্তাহ ধরে তিনি আইসিইউতে লাইফসাপোর্টে ছিলেন। একপর্যায়ে বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। ছোটন দেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কক্সবাজার জেলা পুলিশ।