গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এ বছর দ্বিতীয়বারের মতো ব্লু ওয়াইল্ডবিস্টের পালে নতুন সদস্য যুক্ত হয়েছে। গত শনিবার শাবকটির জন্ম হয়।
আজ রোববার এ তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছে কর্তৃপক্ষ। শাবকসহ এখন পার্কে ওয়াইল্ডবিস্টের সংখ্যা ১৫।
পার্কসংশ্লিষ্টরা জানান, এ বছরের শুরুতে আরও একটি ওয়াইল্ডবিস্ট শাবকের জন্ম হয়েছিল। কোর সাফারি অংশে অন্যান্য প্রাণীর সঙ্গে ব্লু ওয়াইল্ডবিস্টের বসবাস। নতুন শাবকসহ মা ওয়াইল্ডবিস্ট এখন বনে অপেক্ষাকৃত ঘন ও নির্জন স্থানে অবস্থান করছে। ওয়াইল্ডবিস্ট তৃণভোজী প্রাণী। এরা দল বেঁধে পাল নিয়ে চলাচল করে। লম্বা নরম ঘাস এদের প্রিয় খাবার। আফ্রিকার সাহারা অঞ্চলে এদের অবাধ বিচরণ। এরা খাবারের সন্ধানে শত শত মাইল পাড়ি দিয়ে নতুন কোনো তৃণভূমিতে বসত গড়ে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান জানান, সাফারি পার্কে ব্লু ও ব্ল্যাক এই দুই ধরনের ওয়াইল্ডবিস্ট আছে। গতকাল জন্ম নেওয়া বাচ্চাটি ব্লু ওয়াইল্ডবিস্টের। এ বছর পার্কে আরও কিছু প্রাণীর বাচ্চা পাওয়ার সম্ভাবনা আছে।